বন্দরের মেজর পোর্টের কর্মীদের সিওডি করার দাবিতে বিক্ষোভভিডিও দেখতে ক্লিক করুনhttps://youtu.be/SPn9Trk8z2o
সারা ভারতবর্ষের সমস্ত মেজর পোর্টের কর্মীদের বেতন চুক্তি হয়নি দীর্ঘ আড়াই বছর। আজ হলদিয়া জহর টাওয়ারে হলদিয়া বন্দরের কার্য…
বন্দরের মেজর পোর্টের কর্মীদের সিওডি করার দাবিতে বিক্ষোভ
ভিডিও দেখতে ক্লিক করুন
https://youtu.be/SPn9Trk8z2o
সারা ভারতবর্ষের সমস্ত মেজর পোর্টের কর্মীদের বেতন চুক্তি হয়নি দীর্ঘ আড়াই বছর। আজ হলদিয়া জহর টাওয়ারে হলদিয়া বন্দরের কার্যালয়ের সামনে ছটি ফেডারেশনের ডাকে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ সমাবেশ থেকে ডাক দেওয়া হয় আগামী ২৮ আগস্ট ২০২৪ সারা ভারতবর্ষের সমস্ত পোট ধর্মঘটের। অবিলম্বে কেন্দ্রীয় সরকারের সঙ্গে যুক্ত মেজর পোর্টের কর্মীদের বেতন চুক্তি অবিলম্বে করার আহ্বান জানালেন। আজকের সভায় সভাপতিত্ব করেন দেবপ্রসাদ মাইতি বক্তব্য রাখেন ফনি ভূষণ চক্রবর্তী, বিমান মিস্ত্রি, অমলেশ বলিদা, এবং প্রদীপ বিজলী।
No comments