বিপন্ন কন্যা- দিলীপ কুমার পাত্র
যে কন্যা স্বপ্ন দেখে ভালো মানুষ হওয়ার তার কি সময় হয়েছিল অকালে ঝরে যাওয়ার? আজও কেন কন্যা সন্তান লোভ লালসার শিকার বলতে পারো ঘটছে ওদের মানসিক বিকার!চুপ থেকো না বুদ্ধিজীবী চুপ থেকো না পুলিশ বিবেক বুদ্ধ…
বিপন্ন কন্যা- দিলীপ কুমার পাত্র
যে কন্যা স্বপ্ন দেখে ভালো মানুষ হওয়ার তার কি সময় হয়েছিল অকালে ঝরে যাওয়ার?
আজও কেন কন্যা সন্তান লোভ লালসার শিকার বলতে পারো ঘটছে ওদের মানসিক বিকার!
চুপ থেকো না বুদ্ধিজীবী চুপ থেকো না পুলিশ বিবেক বুদ্ধি লোপ করে দিন কয়েক পর ভুলিস!
কি হবে ছাই শিক্ষা নিয়ে ধ্বংস করি সমাজ স্বার্থান্বেষী সাজায় ঘুঁটি সুযোগ বুঝে আজ।
স্নেহের কন্যা কাড়লো যারা পিতা-মাতার বুক থেকে তাদের সাজা হয় যেন ভাই দ্রুত ওই জেল থেকে।
পুষ্প সম নিষ্পাপ কন্যার কাড়লো যারা হাসি নরখাদকদের দিতে হবে আগাম তবে ফাঁসি।
No comments