কথা দিয়েছিলেন কথা রাখলেন ভবানীপুর সবার আসর রক্তদান জীবন দান এবং চোখ থাকতে থাকতে চোখের যত্ন নিন। না হলে সব অন্ধকার। রক্তদান এবং চক্ষু পরীক্ষা শিবির করেছিলেন হলদিয়া ভবানীপুর সবার আসার ক্লাব। তাদের উদ্যোগে বাড় ঘাসীপুর হাইস্কুলে গ…
কথা দিয়েছিলেন কথা রাখলেন ভবানীপুর সবার আসর
রক্তদান জীবন দান এবং চোখ থাকতে থাকতে চোখের যত্ন নিন। না হলে সব অন্ধকার। রক্তদান এবং চক্ষু পরীক্ষা শিবির করেছিলেন হলদিয়া ভবানীপুর সবার আসার ক্লাব। তাদের উদ্যোগে বাড় ঘাসীপুর হাইস্কুলে গত ২৮ শে জুলাই প্রায় তিন শতধিক মানুষ চক্ষু ও স্বাস্থ্য পরীক্ষা করেছিলেন এবং প্রায় ৫০ জন যুবক-যুবতী রক্তদান জীবন দান এই কর্মসূচিতে অংশগ্রহণ করেছিলেন। শতাধিক মানুষের হাতে নতুন চশমা তুলে দেওয়ার অঙ্গীকার করেছিলেন। আজ ৮ই আগস্ট মাত্র কয়েকদিনের ব্যবধানে শতাধিক মানুষের হাতে নতুন চশমা তুলে দিলেন। সূত্রে জানা যায় এই চশমা দান করেছেন আই পি পি এল হলদিয়া। তারাই প্রায় শতাধিক মানুষের জন্য নতুন চশমা বানিয়ে এনেছিলেন আজ সকলের হাতে তুলে দিলেন। যাদের চোখের ছানি পড়েছে তাদের বিনা ব্যয়ে, সেই ছানি অপারেশন হবে সেটাও প্রায় ৮০ জন রয়েছেন। আগামী দিনে সেই সকল মানুষদের ছানি অপারেশন করবেন চৈতন্যপুর বিবেকানন্দ মিশন নেত্র নিরাময় নিকেতন। জানালেন ভবানীপুর সবার আসর সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির সম্পাদক স্বপন মাইতি।
No comments