Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

হলদিয়া আরবান কো-অপারেটিভ ক্রেডিট সোসাইটি লিমিটেড নির্বাচন ঘিরে এখন টানটান উত্তেজনা

২৪ বৎসর পর হলদিয়া আরবান কো-অপারেটিভ ক্রেডিট সোসাইটি লিমিটেড নির্বাচন ঘিরে এখন টানটান উত্তেজনাভিডিও দেখতে ক্লিক করুনhttps://youtu.be/o9sKxhVr7u0
দীর্ঘ ৪৭ তম বর্ষের এই কো- অপারেটিভ। প্রায় ২৪ বছর পর এই কোপারেটিভ  নির্বাচন হচ্ছে। বা…

 




২৪ বৎসর পর হলদিয়া আরবান কো-অপারেটিভ ক্রেডিট সোসাইটি লিমিটেড নির্বাচন ঘিরে এখন টানটান উত্তেজনা

ভিডিও দেখতে ক্লিক করুন

https://youtu.be/o9sKxhVr7u0


দীর্ঘ ৪৭ তম বর্ষের এই কো- অপারেটিভ। প্রায় ২৪ বছর পর এই কোপারেটিভ  নির্বাচন হচ্ছে। বাম আমল থেকে বর্তমান শাসক দল তৃণমূল কংগ্রেসের এই সময় মিলে প্রায় ২৪ বছর পর এই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে । এই কো অপারেটিভ নির্বাচনে আজ ছিল নমিনেশনের শেষ দিন। বাম ডান বিজেপি সকলের অংশগ্রহণ করেছে বলে সূত্রের খবর। নির্বাচন আগামী ১লা সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। আজ শাসক দল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে নমিনেশন দেওয়া হলো। গতকাল এবং আজ মিলে ভারতীয় জনতা পার্টি বিজেপি কর্মীরা নমিনেশন দিয়েছেন। যদিও কোপারেটিভ নির্বাচন কোন রাজনৈতিক দলের প্রত্যক্ষভাবে রাজনৈতিক সিম্বল নিয়ে নির্বাচিত হয় না তবুও শাসক এবং বিরোধী দল বিভিন্ন জায়গায় তাদের কর্মীদের যুক্ত করে এই নির্বাচন বৈতরণী পার হয়।

 সূত্রে জানা যায়, হলদিয়া বন্দর ডিজিটাল অনলাইনে মুখোমুখি হলেন সুতাহাটা ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি পার্থ বটব্যাল হলদিয়া মহকুমার এলাকায় ৩৩ টি আসন রয়েছে। হলদিয়া আরমান কো অপারেটিভ মোট ভোটার ৬ ৮০০ জন। মোট  প্রার্থী ৩৩ জন নির্বাচিত হবে। তার মধ্যে ডাইরেক্টর হবে ১২ জন। মোট ছয়টি জোনে এই নির্বাচন অনুষ্ঠিত হবে। সুতাহাটা পঞ্চায়েত সমিতি এলাকায়  চারটি গ্রাম পঞ্চায়েত এলাকা নিয়ে একটি জোন গুয়াবেড়িয়া, আশদতলিয়া, কুকড়াহাটি, এবং চৈতন্যপুর নিয়ে ১ নং জোন। দ্বিতীয় জোন দুর্গাচক তার মধ্যে হোড়খালি জয়নগর এবং হলদিয়া পৌরসভার ১ থেকে ১১ নম্বর ওয়ার্ড। তৃতীয়  জোন ১২ থেকে ২৯ নম্বর ওয়ার্ড। হলদিয়া বিধানসভা এলাকায় মোট তিনটি জোন।

 এছাড়া মহিষাদল বিধানসভা এলাকায় দুটি জোন রয়েছে। প্রথমজন মহিষাদল ব্লকের ১১ টি অঞ্চল কে নিয়ে। আরেকটি হচ্ছে হলদিয়া উন্নয়ন ব্লকে চারটি পঞ্চায়েত কে নিয়ে যেমন দেউলপোতা , চকদ্বীপা, দেভোগ এবং বাড় উত্তর হিংলী। এবং সর্বশেষ নন্দীগ্রামে একটি জন এই মোট ছটি জোরে ৩৩ জন প্রার্থী নির্বাচিত হবেন। তার মধ্যে ১২ জন ডাইরেক্টর নির্বাচন হবে আজ ছিল চৈতন্যপুর হলদিয়া আরবান কো-অপারেটিভ ক্রেডিট সোসাইটি লিমিটেড নির্বাচনের নমিনেশনের শেষ দিন। সংবাদ মাধ্যমের মুখোমুখি হলেন সুতাহাটা ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি পার্থ বটব্যাল উপস্থিত ছিলেন হলদিয়া টাউন তৃণমূল কংগ্রেস সভাপতি মিলন মন্ডল এবং প্রাক্তন বিধায়ক তৃণমূল কংগ্রেস মনোনীত সদস্য তুষার কান্তি মন্ডল তৃণমূল কংগ্রেসের নির্বাচনে প্রার্থী হচ্ছেন হলদিয়া পৌরসভার আজিজুল রহমান, শ্রমিক নেতৃত্ব শেখ নূর হোসেন প্রমূখ। ১০০%ভাগ নির্বাচনে জয় আশাবাদী সুতাহাটা ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি, পার্থ বটব্যাল।


No comments