ভূতল পরিবহন শ্রমিকদের অবস্থান বিক্ষোভ সমাবেশ মঞ্চে- চেয়ারম্যান মদন সকাল থেকে শুরু হয়েছিল ২৯-৩০ আগস্ট দুই দিনের ভূতল পরিবহন ঠিকা শ্রমিকদের অবস্থান-বিক্ষোভ। অবস্থানের কথা শুনেই তাদের সঙ্গে একই মঞ্চে এলেন চেয়ারম্যান মদন মিত্র। …
ভূতল পরিবহন শ্রমিকদের অবস্থান বিক্ষোভ সমাবেশ মঞ্চে- চেয়ারম্যান মদন
সকাল থেকে শুরু হয়েছিল ২৯-৩০ আগস্ট দুই দিনের ভূতল পরিবহন ঠিকা শ্রমিকদের অবস্থান-বিক্ষোভ। অবস্থানের কথা শুনেই তাদের সঙ্গে একই মঞ্চে এলেন চেয়ারম্যান মদন মিত্র। তিনি বলেন আপনারা আন্দোলন করছেন তার সাথে আমিও আছি। তিনি বলেন "বাচ্চারা না কাঁদলে যেমন দুধ দেয় না মা" আন্দোলন সংগ্রাম না হলে কোনদিনই কর্তৃপক্ষ সমস্ত কিছু মেনে নেয় না। তবে বাচ্চা সব সময় কাঁদলে মা আর দুধ দিতে আসে না।
আজকের ভূতল পরিবহন সংস্থার ঠিকা শ্রমিকদের তিন দফা দাবি নিয়ে তাদের এই কর্মসূচি চলেছিল। সেই মঞ্চে সকলকে আত্মস্থ করলেন এলাকার বিধায়ক তথা সংগঠনের চেয়ারম্যান মদন মিত্র।
No comments