গ্রামীন মহিলাদের স্বনির্ভর করার লক্ষ্যে মহিলা সংঘ সমবায় সমিতি সাধারণ সভা।ভিডিও দেখতে ক্লিক করুনhttps://youtu.be/hdRasoeWZo8
নাটশাল ১ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় প্রায় ২৮৫ টি মোট গ্রুপ রয়েছে। ৪৮ সমবায় মাধ্যমে রয়েছে। গ্রুপে…
গ্রামীন মহিলাদের স্বনির্ভর করার লক্ষ্যে মহিলা সংঘ সমবায় সমিতি সাধারণ সভা।
ভিডিও দেখতে ক্লিক করুন
https://youtu.be/hdRasoeWZo8
নাটশাল ১ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় প্রায় ২৮৫ টি মোট গ্রুপ রয়েছে। ৪৮ সমবায় মাধ্যমে রয়েছে। গ্রুপের সঙ্গে যুক্ত আর ২৩৭ টি গ্রুপ অঞ্চলের আনন্দধারা সঙ্গে যুক্ত। প্রতিটি গ্রুপে ১০ জন করে রয়েছেন। এই সকল মহিলারা নিজের হাতে মুড়ি ভাজা, বড়ি তৈরি করা, টেলারিং প্রশিক্ষণ নিয়ে জামা কাপড় তৈরি করা কাজ করে স্বনির্ভর হচ্ছেন। ২৮৫ টি গ্রুপের রূপনারায়ণ বহুমুখী প্রাথমিক মহিলা সংঘ সমবায় সমিতি লিমিটেডের সাধারণ বাৎসরিক সভা অনুষ্ঠিত হয় নাটশাল গ্রাম পঞ্চায়েতের অফিসে।সভায় প্রায় তিন শতাধিক মহিলারা উপস্থিত ছিলেন। এলাকা মহিলাদের স্বনির্ভর করার লক্ষ্যে বিভিন্নভাবে লোন দিয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দেন স্থানীয় বঙ্গীয় গ্রামীন বিকাশ ব্যাংক । আজকে সভায় উপস্থিত ছিলেন বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংক ম্যানেজার শিলাদিত্য চক্রবর্তীর, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার সৌমেন মণ্ডল, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার আদিত্য সাহা, এছাড়া উপস্থিত ছিলেন শিশু নারী কর্মাধ্যক্ষ মহিষাদল পঞ্চায়েত সমিতি শান্তা দাস সভায় সভাপতিত্ব করেন নাটশাল ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান শিবপ্রসাদ বেরা।
No comments