Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

অল্পের জন্য বেঁচে গেল ড্রাইভার এবং হেলপার

অল্পের জন্য বেঁচে গেল ড্রাইভার এবং হেলপার
সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি চলছে রাজ্য সরকারের। বিভিন্ন থানা এলাকায় গাড়ি নিয়ন্ত্রণ করা হেলমেট পরা, গাড়িতে সিট বেল্ট লাগিয়ে গাড়ি চালানো, এবং যত্রতত্র গাড়ি দাঁড় করে না রাখা সব বিষয়…

 


অল্পের জন্য বেঁচে গেল ড্রাইভার এবং হেলপার


সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি চলছে রাজ্য সরকারের। বিভিন্ন থানা এলাকায় গাড়ি নিয়ন্ত্রণ করা হেলমেট পরা, গাড়িতে সিট বেল্ট লাগিয়ে গাড়ি চালানো, এবং যত্রতত্র গাড়ি দাঁড় করে না রাখা সব বিষয় নিয়ে সচেতন চলছে বিভিন্ন থানা এলাকায়। হলদিয়া ভবানীপুর থানার অন্তর্গত চৈতন্যপুর গ্রামী ব্রজলালচক থেকে চৈতন্যপুর দিকে নতুন রাস্তা কোটি টাকা দিয়ে বানানো হয়েছে। সেই রাস্তার দু'ধারে দাঁড়িয়ে থাকে টোটো, অটো, ভ্যান সাইকেল এবং দোকানদারদের গাড়ি । আর তারই মাঝখান থেকে চাওড়া রাস্তা দেখেই গাড়ি ঘুরিয়ে নেওয়ার অনেকেই চেষ্টা করে। গাড়ি ঘুরাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনা ঘটলো যা অল্পের জন্য বেঁচে গেল গাড়ির ড্রাইভার এবং হেলপার। 

সূত্রে জানা যায় ব্রজলাল চক থেকে চৈতন্যপুর গ্রামী রাস্তা একটু দূরেই বড় পণ্য বহন গাড়ি পন্য নাভিয়ে পুনরায় ব্রজলালচকের দিকে ঘুরে আসার সময় নিয়ন্ত্রণ হারিয়ে  গাড়ি সোজা নেমে গেল পুকুরে। গাড়ির ড্রাইভার হেলপারের তাৎপরতায় জল থেকে সাঁতার কেটে গাড়ি থেকে বেরিয়ে এসেছে ড্রাইভার হেলপার। কিন্তু পুকুরে ডুবে থাকলো গাড়ি। অবশেষে গাড়ি তোলার জন্য এসেছে ব্রেক ডাউন গাড়ি এবং ক্রেন। ঘটনাস্থলে পৌঁছেছেন ভবানীপুর থানার পুলিশ।

 সূত্রে জানা যায় ড্রাইভার হেল্পার সুস্থ রয়েছেন ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি তবে গাড়ি তোলার সময় কিছু সময়ের জন্য ওই রাস্তা যানজটের সৃষ্টি হয়। কিন্তু ভবানীপুর থানার এবং ট্রাফিক হস্তক্ষেপে খুব শীঘ্রই যানজট মুক্ত হয়।


No comments