তিনটি বিষধর সাপ উদ্ধার করলো বনদপ্তরবাস্তু তন্ত্রের বড় উপকারী সাপ, পৃথিবীর ভারসাম্য রক্ষা করে সাপ। সাপ কে মেরে ফেলা নয় সাপ কি বাঁচিয়ে রাখতে হবে। পূর্ব মেদিনীপুর জেলার শিল্প তালুক হলদিয়া থানার অন্তর্গত হাতিবেড়িয়া এইচআইটি কলেজ…
তিনটি বিষধর সাপ উদ্ধার করলো বনদপ্তর
বাস্তু তন্ত্রের বড় উপকারী সাপ, পৃথিবীর ভারসাম্য রক্ষা করে সাপ। সাপ কে মেরে ফেলা নয় সাপ কি বাঁচিয়ে রাখতে হবে। পূর্ব মেদিনীপুর জেলার শিল্প তালুক হলদিয়া থানার অন্তর্গত হাতিবেড়িয়া এইচআইটি কলেজ শেষ প্রান্তে বয়েজ হোস্টেলে সামনে ঝিলে থেকে উদ্ধার হল তিনটি বিষধর সাপ। সূত্রে জানা যায় ঝিলে মাছধরা ঘুনিতে তিনটি বিষধর সাপ ঢুকে পড়ে বেরোতে না পারায় সমস্যায় পড়ে যায় । ঘুনি তুলতে গিয়ে চোখে পড়ে বিষধর তিনটি সাপ পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ সদস্যরা তৎক্ষণা খবর দেয় বনদপ্তরকে। বনদপ্তরের আধিকারীরা এসে তিনটি বিষধর সাপকে উদ্ধার করে নিয়ে যায় বলে জানালেন পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ হাতিবেড়িয়্যা ইউনিট সম্পাদক সন্দীপ পাত্র।
No comments