হাতিবেড়্যা ১২ তম বর্ষে রথযাত্রা উৎসবরথযাত্রা লোকারণ্য মহা ধুমধাম ভক্তরা লুটায়ে সবে করিছে প্রণাম। রথ বলে আমি দেব পথ বলে আমি মূর্তি বলে আমি দেব হাসে অন্তর্যামী।আজ ১৫ ই জুলাই উল্টোরথ এক সপ্তাহ আগে অর্থাৎ ৭ই জুলাই গত রবিবার জগন্না…
হাতিবেড়্যা ১২ তম বর্ষে রথযাত্রা উৎসব
রথযাত্রা লোকারণ্য মহা ধুমধাম ভক্তরা লুটায়ে সবে করিছে প্রণাম। রথ বলে আমি দেব পথ বলে আমি মূর্তি বলে আমি দেব হাসে অন্তর্যামী।
আজ ১৫ ই জুলাই উল্টোরথ এক সপ্তাহ আগে অর্থাৎ ৭ই জুলাই গত রবিবার জগন্নাথ বলরাম সুভদ্রা, মাসির বাড়ির উদ্দেশ্যে গন্ডিচা মন্দিরে রওনা হয়েছিলেন কথিত আছে স্বর্ণ সিংহাসন থেকে রাজ ময়দানে রথে চড়ে বেরিয়ে পড়েন তাদের উদ্দেশ্যে যারা মন্দিরে গিয়ে ভগবান জগন্নাথ বলরাম সুভদ্রা কে দেখার সুযোগ পায় না। তাদের জন্য বছরের রথযাত্রার সময় রাজ পথে বেরিয়ে পড়েন সকলকে দর্শন দেওয়ার জন্য। আজ গন্ডিচা মন্দির মাসির বাড়ি থেকে জগন্নাথ বলরাম সুভদ্রা পুনরায় শ্রী বাসভবনে যাওয়া জন্য প্রস্তুত হয়েছেন বহু দর্শনার্থী ভক্তবৃন্দ রথের রশ্মিতে টান দিয়ে পুণ্য লাভের জন্য তারা এগিয়ে আসেন।
হলদিয়া পৌরসভা ২৪ নম্বর ওয়ার্ড পৌষালী ব্লকে রথযাত্রা ১২ তম বর্ষে পদার্পণ করেছে এই রথযাত্রা এবং লক্ষ্মীপূজা কমিটির উদ্যোগে পালিত হয়। রথযাত্রার কমিটির সহসভাপতি শম্ভু মন্ডল বলেন এই রথের সূচনা করেছিলেন প্রাক্তন সাংসদ এই এলাকার বিশিষ্ট সমাজসেবী শিক্ষা শিক্ষাবিদ ডঃ লক্ষ্মণ চন্দ্র শেঠ সেই সূচনা পর্ব থেকে এই রথযাত্রা আমরা চালিয়ে আসছি আগামী দিনেও আরো বৃহৎ আকারে এই রথযাত্রা চলবে ইতিমধ্যে এটি মন্দির নির্মাণ হচ্ছে। যদিও এই এলাকার কিছুটা দূরেই এবার ইসকনের গণ্ডিচা মন্দিরে জগন্নাথ বলরাম সুভদ্রা, সাত দিন ধরে ছিলেন এবং বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান এবং মেলা হয়েছিল ।তাতে কোন প্রভাব পড়েনি ক্ষুদিরাম নগর পৌষালী ব্লকের রথ।এই রথ নিজের গতিতেই এলাকার মানুষের সহযোগিতা নিয়ে রথ এগিয়ে গিয়েছিল । আজ মাসির বাড়ি থেকে সেই রথ পুনরায় জগন্নাথ বলরাম সুভদ্রা শ্রীঘরে ফিরে এলেন।
No comments