ভবানীপুর থানার উদ্যোগে স্বয়ংসিদ্ধা কর্মসূচি
পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের নির্দেশে হলদিয়া ভবানীপুর থানার উদ্যোগে স্বয়ংসিদ্ধা কর্মসূচি পালিত হলো হলদিয়া অন্নদাময়ী বালিকা বিদ্যাভনে। দিন দিন বেড়েই চলছে নাবালিকা বিবাহ। স্কুলের ছ…
ভবানীপুর থানার উদ্যোগে স্বয়ংসিদ্ধা কর্মসূচি
পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের নির্দেশে হলদিয়া ভবানীপুর থানার উদ্যোগে স্বয়ংসিদ্ধা কর্মসূচি পালিত হলো হলদিয়া অন্নদাময়ী বালিকা বিদ্যাভনে। দিন দিন বেড়েই চলছে নাবালিকা বিবাহ। স্কুলের ছাত্রীদের সচেতনতা করতে ভবানীপুর থানার উদ্যোগে এই অভিনব উদ্যোগ সভায় উপস্থিত ছিলেন অন্নদাময়ী বালিকা বিদ্যাভবন এর শিক্ষক শিক্ষিকা ও ছাত্রীবৃন্দ। উপস্থিত ছিলেন ভবানীপুর থানার অফিস ইনচার্জ ইমরান মোল্লা সহ অন্যান্য আধিকারিক বৃন্দ।
No comments