Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

শোলাট গ্রামের দুর্গাপূজার পঞ্চম বর্ষের প্রতিমা বায়না দেওয়া হলো।পুজোর বাকি ১০০ দিন, প্রতিমা তৈরীর জোর প্রস্তুতি

পুজোর বাকি ১০০ দিন, প্রতিমা তৈরীর জোর প্রস্তুতি দুর্গাপুজোর বাকি আর মাত্র ১০০ দিন। কুমোরটুলিজুড়ে প্রতিমা তৈরির প্রস্তুতি শুরু হয়েই গিয়েছিল জগন্নাথ বলরাম সুভদ্রার স্নান যাত্রা দিয়ে। সে কাজে আরও গতি এল। বিভিন্ন শিল্পীর ঘরে চলছে …




পুজোর বাকি ১০০ দিন, প্রতিমা তৈরীর জোর প্রস্তুতি

 দুর্গাপুজোর বাকি আর মাত্র ১০০ দিন। কুমোরটুলিজুড়ে প্রতিমা তৈরির প্রস্তুতি শুরু হয়েই গিয়েছিল জগন্নাথ বলরাম সুভদ্রার স্নান যাত্রা দিয়ে। সে কাজে আরও গতি এল।

 বিভিন্ন শিল্পীর ঘরে চলছে দুর্গা প্রতিমা তৈরির কাজ। কেউ কাঠামো বাধছেন। কারও ঢাউস আকারের কাঠামো তৈরি শেষ। এদিন খড়ের কাঠামোতে মাটি লেপা শুরু হল। কেউ প্রতিমা নিয়ে যাচ্ছেন গোডাউনে। সেখানে দুর্গাকে সাজসজ্জা পরানো হবে। সেখান থেকেই ডেলিভারি নেবে পুজো কমিটি। একমাস আগেও  পটুয়াপাড়ায় দেখা গিয়েছিল প্রতিমা তৈরি শুরু হয়েছে। কোনও কোনও শিল্পীর ঘর আবার ছিল ফাঁকা। একমাস পর সে চিত্র আমূল বদলে গিয়েছে। এখন জোরকদমে চলছে ঠাকুর তৈরি। অধিকাংশ শিল্পী বায়না পেয়ে গিয়েছেন বা পাওয়ার আশায় খড় বাধছেন বা মাটি লেপা শুরু করেছেন। রথযাত্রা থেকে শুরু হবে বিভিন্ন জায়গায় খুঁটিপুজা তার প্রস্তুতি শুরু হয়েছে ।

 শোলাট গ্রামের দুর্গাপূজার প্রতিমার বায়না দেওয়া হলো।  সূত্রে জানা যায় এবারের শোলার গ্রামের দুর্গো উৎসব পঞ্চম বর্ষে পদার্পণ করলো। পঞ্চম বর্ষের প্রতিমা দান করছেন বিনন্দ গুড়িয়া। পূজা কমিটির সদস্যদের উপস্থিতিতে প্রতিমা শিল্পীর বাড়িতে গিয়ে প্রতিমার বায়না দিয়ে এলেন।


No comments