কি কান্ড? হাসপাতাল সুপারের বসবার ঘর নেই
সুপার স্পেশালিটি হাসপাতাল বলা হলেও হাসপাতাল সুপারের বসবার ঘর নেই । নেই রিজার্ভ স্টোর, মিটিং হল । নন্দীগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালের এই সমস্যা সমাধানে নতুন পরিকাঠামো গড়বার আবেদন জমা পরল…
কি কান্ড? হাসপাতাল সুপারের বসবার ঘর নেই
সুপার স্পেশালিটি হাসপাতাল বলা হলেও হাসপাতাল সুপারের বসবার ঘর নেই । নেই রিজার্ভ স্টোর, মিটিং হল । নন্দীগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালের এই সমস্যা সমাধানে নতুন পরিকাঠামো গড়বার আবেদন জমা পরল পূর্ব মেদিনীপুর জেলা সভাধিপতির কাছে । নন্দীগ্রাম স্বাস্থ্য জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক অসিতকুমার দেওয়ান জেলা সভাধিপতির কাছে সেই আবেদন জানিয়েছেন ।
২০১৫ সালে নন্দীগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতাল কাজ শুরু করে । শিশু এবং স্ত্রীরোগ, প্রসূতি, অর্থোপেডিক, নাক কান গলা, দাঁত ,চোখ বিভিন্ন রোগের চিকিৎসা নাগালের মধ্যে এলাকার মানুষ পেয়ে থাকেন । রয়েছে ক্রিটিকাল কেয়ার ইউনিট,কেমোথেরাপির ব্যবস্থা । ৫৪ জন ডাক্তার ১২৩ জন নার্স সহ স্বাস্থ্য কর্মীরা দিনরাত পরিষেবায় ব্যস্ত থাকেন । এলাকার আধুনিক চিকিৎসা পরিকাঠামোযুক্ত নতুন হাসপাতালের টানে রোগীদের প্রচুর ভিড় হয় । প্রতিদিন প্রায় ৮০০ থেকে হাজার রোগী বহির্বিভাগে ভিড় করেন । এত পরিষেবা পাওয়ার সুবিধা থাকলেও হাসপাতালের ডাক্তার নার্সদের থাকার জায়গাটুকু গড়ে ওঠেনি । তার থেকেও বড় কথা হাসপাতাল সুপারের বসার ঘর নেই । হাসপাতালে দুটি রুম নিয়ে সুপার কোন রকম কাজ চালাতে বাধ্য হন । হাসপাতালের সরঞ্জাম, ওষুধপত্র রাখারও নেই উপযুক্ত ব্যবস্থা । সেজন্যই সমস্যার সমাধানে নন্দীগ্রাম স্বাস্থ্য জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক এই পরিকাঠামো করে দেওয়ার জন্য জেলা সভাধিপতির কাছে আবেদন রেখেছেন । মুখ স্বাস্থ্য আধিকারিক অসিত কুমার দেওয়ান জানিয়েছেন,"পরিষেবা মানুষকে দেওয়া হচ্ছে ঠিক । কিন্তু যারা পরিষেবা দেবেন সেই সমস্ত ডাক্তার নার্স কিংবা সুপার তাদের দিকটাও ভাবা দরকার । সুপারের প্রশাসনিক কাজকর্ম করার জন্য হাসপাতালে পৃথক কোন ঘর নেই । নেই রিজার্ভ স্টোর , মিটিং হল ।" হাসপাতালে বর্তমান সুপার পবিত্র হালদার এই সমস্যার কথাও তুলে ধরেছেন । তিনি বলেন,"ডাক্তার এবং নার্সদের জন্যও দরকার কোয়ার্টার । তারা বাড়াবাড়িতে থেকে ডিউটি করেন । এটা বছরে পর বছর চলতে পারেনা । তাঁদের সুস্বাস্থ্যের কথাটিও ভাবা দরকার রয়েছে ।" জানা গিয়েছে, নন্দীগ্রাম এক নম্বর ব্লক স্বাস্থ্য কেন্দ্রের বাড়িটি, এই সুপার স্পেশালিটি হাসপাতালের পাশেই রয়েছে । সেটিকে ভেঙ্গে তিনতলা বিশিষ্ট বাড়ি নির্মাণের প্রস্তাব পাঠানো হয়েছে । এই বাড়িটির নিচ তলাতে রিজার্ভ স্টোর, দোতলায় সুপার স্পেশালিটি হাসপাতালের সুপারের বসবার ঘর এবং নন্দীগ্রাম এক নম্বর ব্লক স্বাস্থ্য কেন্দ্রের বিএমওএইচ বসবার ঘর তৈরি করা হবে । তিনতলাতে থাকবে মিটিং হল । এ বিষয়ে পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি উত্তম বারিক জানিয়েছেন,"নন্দীগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতাল পরিকাঠামো উন্নয়নের প্রস্তাব আমি পেয়েছি । এক কোটি কুড়ি লাখ টাকার এই প্রকল্প যাতে দ্রুত রুপায়ন করা যায় সেই উদ্যোগ চলছে ।"
No comments