অরণ্য সপ্তাহ পালন করলো ময়নার রাধাবল্লভচক সারদাময়ী বিদ্যাপীঠ। প্রতিবছরের ন্যায় এ বছরও বৃক্ষ রোপণে এগিয়ে এলো। বিদ্যালয়ের প্রধান শিক্ষক সম্মানীয় স্বপন কুমার ঘোড়ই মহোদয় বৃক্ষরোপণের শুভ সূচনা করেন। এরপর একে একে শিক্ষক শিক্ষিকা…
অরণ্য সপ্তাহ পালন করলো ময়নার রাধাবল্লভচক সারদাময়ী বিদ্যাপীঠ। প্রতিবছরের ন্যায় এ বছরও বৃক্ষ রোপণে এগিয়ে এলো। বিদ্যালয়ের প্রধান শিক্ষক সম্মানীয় স্বপন কুমার ঘোড়ই মহোদয় বৃক্ষরোপণের শুভ সূচনা করেন। এরপর একে একে শিক্ষক শিক্ষিকা ও শির্থীরাও বৃক্ষরোপণ করেন। বিদ্যালয়ে কুড়িটির বেশি বৃক্ষ জাতীয় গাছের চারা লাগানো হয়। বট, অশ্বত্থ, বকুল, ছাতিম রুদ্রপলাশ, অমলতাস , ট্যাবুবিয়া রেজিয়া ইত্যাদি। প্রধান শিক্ষক বলেন গ্লোবাল ওয়ার্মিং রোধে আরো বেশি বেশি গাছ লাগাতে হবে।সহ শিক্ষক রঘুনাথ সাউ বলেন আমাদের সবার দায়িত্ব পরিবেশকে দূষণ মুক্ত রাখা। দিলীপ কুমার খাটুয়া বলেন সামাজিক বনসৃজন ছাত্র-ছাত্রীদের পরিবেশ রক্ষায় উৎসাহিত করে তোলে। বিমলেন্দু মাল বলেন আমাদের প্রত্যেকেরই গাছ লাগানো উচিত। সমগ্র বৃক্ষ নিয়ে উপস্থিত ছিলেন বৃক্ষপ্রেমী দিলীপ কুমার পাত্র।
No comments