Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

হোটেলে মধুচক্রের আসর গ্রেপ্তার ১৩ জন

হোটেলে মধুচক্রের আসর গ্রেপ্তার ১৩ জন
পর্যটনকেন্দ্র মন্দারমণিতে দু’টি হোটেলে বেশ কিছুদিন ধরে মধুচক্রের আসর বসছিল। অভিযোগ পেয়ে হানা দিয়ে এজেন্ট, হোটেলের ম্যানেজার, কর্মী সহ ১৩জনকে গ্রেপ্তার করল পুলিস। সেইসঙ্গে সেখান থেকে ছয়জন যুব…

 


হোটেলে মধুচক্রের আসর গ্রেপ্তার ১৩ জন


পর্যটনকেন্দ্র মন্দারমণিতে দু’টি হোটেলে বেশ কিছুদিন ধরে মধুচক্রের আসর বসছিল। অভিযোগ পেয়ে হানা দিয়ে এজেন্ট, হোটেলের ম্যানেজার, কর্মী সহ ১৩জনকে গ্রেপ্তার করল পুলিস। সেইসঙ্গে সেখান থেকে ছয়জন যুবতীকেও উদ্ধার করা হয়েছে। শুক্রবার ধৃতদের কাঁথি আদালতে তোলা হলে বিচারক ১৪দিন জেল হেফাজতের নির্দেশ দেন। যুবতীদেরও আদালতে তুলে গোপন জবানবন্দি রেকর্ড করা হয়।

বৃহস্পতিবার রাতে মন্দারমণি কোস্টাল থানার পুলিসের বিশেষ অভিযানে মধুচক্রের পর্দা ফাঁস হয়। উদ্ধার হওয়া যুবতীরা  পূর্ব মেদিনীপুর ছাড়াও বাঁকুড়া ও কলকাতায় বাসিন্দা বলে পুলিস জানিয়েছে। এজেন্ট, হোটেলের ম্যানেজার, কর্মীদের বাড়ি কাঁথি, রামনগর, পটাশপুর প্রভৃতি এলাকায়। পুলিস জানিয়েছে, কিছুদিন ধরে মন্দারমণির একাধিক হোটেলে দেহ ব্যবসার আসর বসার অভিযোগ আসছিল। বৃহস্পতিবার রাতেও দু’টি হোটেলে মধুচক্রের আসর বসে। সেখানে হানা দিয়ে ছয় যুবতীকে উদ্ধার করা হয়েছে। যারা মধুচক্র চালাচ্ছিল, তাদেরও গ্রেপ্তার করা হয়েছে। মন্দারমণি কোস্টাল থানার এক আধিকারিক বলেন, হোটেল-লজে মধুচক্রের আসরের বিরুদ্ধে লাগাতার অভিযান জারি থাকবে।

No comments