হলদিয়া টাউন শিপে হস্তশিল্প মেলা সাজতে বা সাজাতে কে না ভালবাসে? সকলকে অপরূপা হতে ভিন্ন ধরনের নিত্য নতুন পোশাক কসমেটিকস সকলে নতুন কিছু খোঁজে। সেই সকল সামগ্রী নিয়ে পুজোর আগেই শিল্পতালক হলদিয়া টাউনশিপ মাখন বাবুর বাজারে ১৯ তম হস্তশ…
হলদিয়া টাউন শিপে হস্তশিল্প মেলা
সাজতে বা সাজাতে কে না ভালবাসে? সকলকে অপরূপা হতে ভিন্ন ধরনের নিত্য নতুন পোশাক কসমেটিকস সকলে নতুন কিছু খোঁজে। সেই সকল সামগ্রী নিয়ে পুজোর আগেই শিল্পতালক হলদিয়া টাউনশিপ মাখন বাবুর বাজারে ১৯ তম হস্তশিল্প মেলা।
ভিডিও দেখতে ক্লিক করুন
https://youtu.be/OyPx_9kEgU0
সামনে বিশ্বকর্মা পূজার শিল্প শহরের শিল্পের দেবতা এবং বাঙালির বারো মাসে তেরো পার্বণের মতোই দূর্গোউৎসব। শিল্প শহরে প্রত্যেক বছরের মত হলদিয়া টাউনশিপ মাখন বাবুর বাজার সংলগ্ন হস্তশিল্প মেলা ২০২৪ অনুষ্ঠিত হতে চলছে। আগামী ১-৪ এই চার দিনের হস্তশিল্প মেলায় রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে হাতে তৈরি করা জিনিসের সামগ্রী নিয়ে উপস্থিত হবেন। এই মেলাকে কেন্দ্র করে যেমন হস্তশিল্প মেলায় সামগ্রী বিক্রি হবে তার সাথে সাথেই থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান । আগামী ১ আগস্ট সকাল ৯'টায় উদ্বোধনের মধ্য দিয়ে শুরু হবে । প্রত্যেকদিন এই মেলা খোলা থাকবে সকাল ৯'টা থেকে রাত্রি ১১ টা পর্যন্ত। জানালেন হস্তশিল্প মেলার অর্গানাইজার সৌমেন রক্ষিত।
No comments