স্বাস্থ্যদপ্তরের ভুয়ো নিয়োগপত্র দিয়ে পাঁচ লক্ষ টাকা প্রতারণাস্বাস্থ্যদপ্তরের ভুয়ো নিয়োগপত্র দিয়ে পাঁচ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ উঠল। প্রতারিত হয়েছেন কাঁথি থানার সাবাজপুট পঞ্চায়েতের বাগডিহা গ্রামের বাসিন্দা রবিশঙ্কর পতি। সম্…
স্বাস্থ্যদপ্তরের ভুয়ো নিয়োগপত্র দিয়ে পাঁচ লক্ষ টাকা প্রতারণা
স্বাস্থ্যদপ্তরের ভুয়ো নিয়োগপত্র দিয়ে পাঁচ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ উঠল। প্রতারিত হয়েছেন কাঁথি থানার সাবাজপুট পঞ্চায়েতের বাগডিহা গ্রামের বাসিন্দা রবিশঙ্কর পতি। সম্প্রতি কলকাতার ভবানীপুর থানার পুলিস এই ঘটনার ব্যাপারে এফআইআর করে তা তদন্তের জন্য কাঁথি থানাকে পাঠায়। তার ভিত্তিতে তদন্ত শুরু করেছে কাঁথি থানার পুলিস।
পুলিস সূত্রে জানা গিয়েছে, গত ২জুলাই স্বাস্থ্যভবন থেকে পাওয়া চাকরির নিয়োগপত্র, পরিচয়পত্র হাতে নিয়ে কলকাতার এসএসকেএম হাসপাতালে কাজে যোগ দিতে যান রবিশঙ্কর। তবে হাসপাতালের পক্ষ থেকে তাঁর চাকরি সংক্রান্ত সমস্ত নথিপত্র ভুয়ো বলে দাবি করা হয়। পাশাপাশি হাসপাতাল কর্তৃপক্ষ চাকরিপ্রার্থীকে স্থানীয় ভবানীপুর থানায় নিয়ে যায়। সেখানে রবিশঙ্কর পটাশপুরের বাসিন্দা এক যুবকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। রবিশঙ্কর জানান, ওই যুবক তাঁর বন্ধুর দাদা। তিনি খাদ্যদপ্তরে চাকরি করেন। সেই সুবাদে খাদ্যদপ্তর এবং স্বাস্থ্যদপ্তরে চেনাজানা রয়েছে বলে জানায়। চাকরি পাইয়ে দেবে বলে প্রতিশ্রুতিও দেয়। পাঁচ লক্ষ টাকার বিনিময়ে চাকরির রফা হয়। রবিশঙ্করের দাবি, তিনি পাঁচ লক্ষ টাকার বিনিময়ে স্বাস্থ্যদপ্তরের নিয়োগপত্র, পরিচয়পত্র পেয়েছিলেন। বেশ কয়েকমাস আগে ওই টাকা তিনি অভিযুক্ত ব্যক্তির হাতে তুলে দেন। এরপর ভবানীপুর থানার পক্ষ থেকে অভিযোগ কাঁথি থানার কাছে পাঠানো হয়। কাঁথি থানার আইসি প্রদীপকুমার দাঁ বলেন, অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে।
No comments