প্রাথমিক শিক্ষার হাল ফেরাতে টানা প্রশিক্ষণ প্রধান শিক্ষকদেরকেন পড়ুয়া কমছে। স্কুলছুট কেন আটকানো যাচ্ছে না? অনেক ভেবে সেই এবার প্রাথমিক স্কুল শিক্ষার মান উন্নয়ন এবং স্কুল পরিচালনার দক্ষতা বৃদ্ধিতে জোর দিয়েছে পূর্ব মেদিনীপুর জেলা প…
প্রাথমিক শিক্ষার হাল ফেরাতে টানা প্রশিক্ষণ প্রধান শিক্ষকদের
কেন পড়ুয়া কমছে। স্কুলছুট কেন আটকানো যাচ্ছে না? অনেক ভেবে সেই এবার প্রাথমিক স্কুল শিক্ষার মান উন্নয়ন এবং স্কুল পরিচালনার দক্ষতা বৃদ্ধিতে জোর দিয়েছে পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন। আসলে জেলা প্রশাসন বুঝেছে ছাত্র- শিক্ষকের মধ্যে সুসম্পর্ক যত তৈরি করা যাবে, ততই স্কুলে আসার আগ্রহ বাড়বে পডুয়াদের। সেই উদ্দেশ্যকে মাথায় দেখে জেলার ২৫টি ব্লকের ৩২৬৪ টি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক, টিচার ইন চার্জদের নিয়ে ভার্চুয়াল মোডে ১২ জুলাই হবে ম্যারাথন প্রশিক্ষণ সভা। সভায় পৌরহিত্য করবেন জেলাশাসক পূর্ণেন্দু মাজি।
পূর্ব মেদিনীপুর জেলায় প্রাথমিক বিদ্যালয়ে নতুন করে ১৯১২ জন প্রধান শিক্ষক নিযুক্ত হয়েছেন। তবে বেশ কিছু প্রাথমিক স্কুলে আজও রয়েছেন টিচার ইনার চার্জ (টিআইসি)। এই শিক্ষা পরি। কাঠামোয় প্রাথমিকস্তরে পড়ুয়াদের পঠন-পাঠনের প্রতি আরও বেশি নজর দেওওয়া প্রয়োজন মনে করছে জেলা প্রশাসন। জেলা প্রাথমিক এবং মাধ্যমিক স্কুল পরিদর্শক, প্রাথমিক স্কুল শিক্ষা সংসাদের চেয়ারম্যান, ৪৬ টি চক্রের স্কুল পরিদর্শক, সমগ্র শিক্ষা মিশনের ভারপ্রাপ্ত ওসি, জেলা শিক্ষা আধিকারিক, বিডিও সহ প্রাথমিক বিদ্যালয় শিক্ষার সঙ্গে যুক্ত অন্যান্য আধিকারিকদের নিয়ে এই প্রশাসনিক ভার্চুয়্যাল বৈঠক হবে। ২০২০ থেকে ২০২২ সাল পর্যন্ত টানা তিন বছর কোভিডের কারণে বিভিন্ন সামাজিক কর্মবাণ্ড থমকে গিয়েছিল। কোথাও কাজের গতি মন্থর হয়েছিল। স্কুল শিক্ষায়ও তার প্রভাব পড়েছে। চলতি বছরে শিক্ষা ক্ষেত্রে তেমন জড়তা দূর করে গতিশীল কাজের ধারা বজায় রাখতেই এই উদ্যোগ বলে জানানো হয়েছে। পূর্ব মেদিনীপুর জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান- হাবিবুর রহমান জানিয়েছেন, "শিক্ষার মান উন্নয়নের ক্ষেত্রে প্রাথমিক স্তর থেকে বিশেষ জোর দেওয়া প্রয়োজন। সে কথা মাথায় রেখেই পূর্ব মেদিনীপুরের জেলাশাসক চেনার সমস্ত প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং টিআইসি, স্কুল পরিদর্শক সংশ্লিষ্ট সকলকে নিয়ে আলোচনা করতে উদ্যোগী হয়েছেন। তাতে করে কোন বিদ্যালয়ে কি সমস্যা রয়েছে, সমাধানের জন্য কী করনীয়, স্কুল পরিচালনার ক্ষেত্রে প্রধান শিক্ষকদের কেমন দক্ষতা থাকা জরুরি এই সমস্ত বিষয়ে খুঁটিনাটি আলোচনা হবে।" বছর তিনেক আগে, এই জেলায় শিক্ষা পরিকাঠামো এবং মানোন্নয়নের উদ্দেশ্যে দীক্ষা নামে এটি প্রকল্প চালু হয়েছিল। জেলাশাসক থেকে জেলা পুলিশ সুপার, মহকুমা শাসক, বিডিও, স্কুল পরিদর্শক পুলিশ আধিকারিক সহ বিভিন্ন প্রশাসনিক কর্তা- ব্যক্তি স্কুলে গিয়ে পড়ুয়াদের সঙ্গে মিশে একসঙ্গে ক্লাস করেছেন। তাতে বেশ ভালই সাড়া পড়েছিল। এবার সেই প্রক্রিয়া ফের চালু হলে জেলার শিক্ষা মান উন্নয়ন দ্রুত উন্নত হবে বলে বুদ্ধিজীবী মহলের একাংশের ধারণা।
No comments