মহিষাদলের কেশবপুর জালপাই রাধাকৃষ্ণ সমবায় কৃষি উন্নয়ন সমিতির কর্মকর্তাদের বিরুদ্ধেই আর্থিক দূর্নীতি নিয়ে সরব শেয়ার হোল্ডাররা।
সমবায় সমিতির গচ্ছিত টাকা নয়ছয় আর দুর্নীতির অভিযোগ তুলেই সমবায় সমিতির সামনে প্ল্যাকার্ড হাতে অবস্থান বিক্…
মহিষাদলের কেশবপুর জালপাই রাধাকৃষ্ণ সমবায় কৃষি উন্নয়ন সমিতির কর্মকর্তাদের বিরুদ্ধেই আর্থিক দূর্নীতি নিয়ে সরব শেয়ার হোল্ডাররা।
সমবায় সমিতির গচ্ছিত টাকা নয়ছয় আর দুর্নীতির অভিযোগ তুলেই সমবায় সমিতির সামনে প্ল্যাকার্ড হাতে অবস্থান বিক্ষোভে সামিল হন সমিতির শেয়ারহোল্ডাররা।দোষীদের শাস্তি সহ টাকা পুনরুদ্ধারের দাবিতে বিক্ষোভ দেখান তাঁরা।
সদস্যদের অভিযোগ, প্রায় ১০০ বছরের প্রাচীন এই সমবায় সমিতিতে পাঁচ কোটি টাকার বেশি অর্থ নয়ছয় এবং দুর্নীতি হয়েছে। সমিতি পরিচালনার দায়িত্বে থাকা ডেলিগেটরা কোনরকম কোন হিসেব পেশ করছেন না বলে অভিযোগ করছেন সংস্থার শেয়ার হোল্ডাররাই।ঘটনার প্রতিবাদ জানাতেই এই বিক্ষোভ কর্মসূচির ডাক।
তবে সমবায় সংস্থার বর্তমান সম্পাদক নিরঞ্জন হাজরা অবশ্য সমবায়ের আর্থিক অনিয়মের কথা স্বীকার করেছেন।
No comments