Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

বাড়ছে পথ দুর্ঘটনা,ঘটছে মৃত্যুর মতো ঘটনা, কড়াহাতে জেলা পুলিশ

জেলায় বাড়ছে পথ দুর্ঘটনা,ঘটছে মৃত্যুর মতো ঘটনা, কড়াহাতে জেলা পুলিশজেলায় বাড়ছে পথ দুর্ঘটনা।ঘটছে মৃত্যুর মতো ঘটনা। সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচির মাধ্যমে প্রচার অভিযান চালানো,স্কুল কলেজে গিয়ে  সেমিনার করার পরেও কমছে না পথ দুর্ঘটনা। ট…

 




জেলায় বাড়ছে পথ দুর্ঘটনা,ঘটছে মৃত্যুর মতো ঘটনা, কড়াহাতে জেলা পুলিশ

জেলায় বাড়ছে পথ দুর্ঘটনা।ঘটছে মৃত্যুর মতো ঘটনা। সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচির মাধ্যমে প্রচার অভিযান চালানো,স্কুল কলেজে গিয়ে  সেমিনার করার পরেও কমছে না পথ দুর্ঘটনা। ট্রাফিক আইনিকে বুড়ো আঙুল দেখিয়ে মদ্যপান অবস্থায় গাড়ি চালানো, বেপরোয়া ভাবে হেলমেট হীন ভাবে গাড়ি চালানোর মতো কাজ করে চলেছেন কিছু মানুষ। বার বার বলার পরে সচেতন না হওয়ায় নড়েচড়ে বসল পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ।  তমলুক হলদিয়া রাজ্য সড়কে তমলুকে কড়া হাতে রাস্তায় নামলো পুলিশ। যে সমস্ত মানুষ মদ্যপান করে গাড়ি চালাচ্ছেন তাদের পরীক্ষা করার পর ধরা পড়লেই আটক করে থানায় নিয়ে যাওয়া হচ্ছে পাশাপাশি  হেলমেট হীন অবস্থায় যারা বেপরোয়া ভাবে গাড়ি চালাচ্ছেন তাদেরও শাস্তি ও জরিমানার ব্যবস্থা করা হচ্ছে।

গত কয়েক মাসে জেলায় একের পর এক দুর্ঘটনা।  সেই দুর্ঘটনায় অনেকের মৃত্যু হয়েছে। খুব্ধ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ব্লাক জোন চিন্নিত করে দুর্ঘটনা নিয়ন্ত্রণে কথাও জানান তিনি। লাগাতার জেলা পুলিশের পক্ষ থেকে সচেতন করার চেস্টা করা হলেও কমছে না দুর্ঘটনা তাই কড়া হাতে এবার পুলিশ।

ডিএসপি ট্রাফিক দিব্যেন্দু দাস জানান, সারা বছর ধরে আমরা পথচলতি মানুষ ও গাড়ি চালকদের সচেতন করার কাজ করে চলেছি। তার পরেও বেশ কিছু মানুষ ট্রাফিক নিয়ম মানছে না।তাদের সায়েস্তা করতেই এবার কড়া ব্যবস্থা গ্রহনের ব্যবস্থা করা হচ্ছে। আগামী দিনেও একইভাবে জেলার বিভিন্ন জায়গায় আমাদের এই কর্মসূচি জারি থাকবে।।

জেলায় যেভাবে দিনে দিনে দুর্ঘটনার সংখ্যা বাড়ছে তাতে করে রাস্তাদিয়ে চলাফেরা করতে ভয় পাচ্ছেন সাধারণ মানুষ।

No comments