ভোজ্যতেল বোঝাই ট্রাক হাইজ্যাকিংয়ের ঘটনায় ধৃত তিন যুবকের পাঁচ দিনের পুলিশি হেফাজত
ভোজ্যতেল বোঝাই ট্রাক হাইজ্যাকিংয়ের ঘটনায় ধৃত তিন যুবকের পাঁচ দিনের পুলিশি হেফাজত হলো । রবিবার হলদিয়া মহাকুমা আদালত এই নির্দেশ দিয়েছে । ধৃত মলয…
ভোজ্যতেল বোঝাই ট্রাক হাইজ্যাকিংয়ের ঘটনায় ধৃত তিন যুবকের পাঁচ দিনের পুলিশি হেফাজত
ভোজ্যতেল বোঝাই ট্রাক হাইজ্যাকিংয়ের ঘটনায় ধৃত তিন যুবকের পাঁচ দিনের পুলিশি হেফাজত হলো । রবিবার হলদিয়া মহাকুমা আদালত এই নির্দেশ দিয়েছে । ধৃত মলয় সিনহা এবং সৈয়দ আলমত আলি ২ যুবকের বাড়ি নন্দকুমারে । ধৃত অপর যুবক শেখ শাজাহানের বাড়ি সুতাহাটার গুয়াবেড়িয়া গ্রামে । অভিযোগ, হলদিয়া শিল্প তালুকের আদানি কোম্পানির ভোজ্য তেল বোঝাই ট্রাক হাইজ্যাক করেছে একটি দুষ্কৃতি দল । সেই দলের সদস্য ধৃত তিন যুবক । হলদিয়ার ভবানীপুর থানার পুলিশ অভিযান চালিয়ে তাদেরকে পাকড়াও করেছে । তবে এখনো ২৪ লাখ টাকার ভোজ্য তেল বোঝাই ট্রাকটির সন্ধান পাওয়া যায়নি । হলদিয়ার ভবানীপুর থানার ওসি ইমরান মোল্লা জানিয়েছেন,"ভোজ্য তেল বোঝায় ট্রাকটির সন্ধান পেতে জোর তদন্ত চলছে । তার আগে এই ট্রাক হাইজ্যাকিংয়ের ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিন যুবককে গ্রেফতার করা হয়েছে । আশা করি ট্রাকটির সন্ধান পাওয়া যাবে ।" ধৃতদের জেরা করে তদন্তে গতি আনতে চেষ্টা করছে পুলিশ ।
No comments