Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সন্ধের সময় উড়মুড়িয়ে ভেঙে পড়লো দুর্গাচক টাউনের ওভার বাসের গেট

সন্ধের সময় বিকট আওয়াজ মুহুর্তের মধ্যেই উড়মুড়িয়ে ভেঙে পড়লো দুর্গাচক টাউনের ওভার হেড বাসের গেট
 রাতে হলদিয়ার দুর্গাচক টাউনে ওভারহেড বাঁশের গেট ভেঙে পড়ে। সেই ঘটনার পর পুজোয় হলদিয়া-মেচেদা রাজ্য সড়কের উপর বিজ্ঞাপনের ওভারহেড গেট ন…

 


সন্ধের সময় বিকট আওয়াজ মুহুর্তের মধ্যেই উড়মুড়িয়ে ভেঙে পড়লো দুর্গাচক টাউনের ওভার হেড বাসের গেট


 রাতে হলদিয়ার দুর্গাচক টাউনে ওভারহেড বাঁশের গেট ভেঙে পড়ে। সেই ঘটনার পর পুজোয় হলদিয়া-মেচেদা রাজ্য সড়কের উপর বিজ্ঞাপনের ওভারহেড গেট নিয়ে কড়া ব্যবস্থা নিতে চলেছে পুলিস। জানা গিয়েছে, বিশ্বকর্মা পুজো ও দুর্গাপুজোয় শহরের জনবহুল এলাকার রাস্তায় এবার ওই গেট তৈরির অনুমোদন দেবে না পুলিস। পুজো কমিটিগুলিকে নিয়ে মিটিংয়ের সময় এবিষয়ে সতর্ক করা হবে। ওইদিন রাতে একটি ছোট চারচাকা গাড়ির ধাক্কায় হলদিয়ার মঞ্জুশ্রী মোড়ে ভেঙে পড়ে একটি ওভারহেড গেট। 

স্থানীয়দের অভিযোগ, হলদিয়া-মেচেদা রাজ্য সড়কের উপর কয়েকমাস ধরে রাস্তার একাংশ দখল করে বাঁশের গেট বাঁধা ছিল। বৃহস্পতিবার রাতে ওই গেটে গিয়ে সজোরে ধাক্কা মারে গাড়িটি। মুহূর্তেই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে গেট। স্থানীয়রা বলেন, পুলিসের নজরদারির অভাবেই এঘটনা ঘটেছে। পুলিসের বড় কর্তারা ওই রাস্তা দিয়ে প্রতিদিন অফিস যান। কিন্তু কেউ বিষয়টি নজর করেননি। তাছাড়া ট্রাফিক পুলিসের নাকের ডগায় দিনের পর দিন ওই গেটের কারণে যানজট, দুর্ঘটনার পরও টনক নড়েনি। রাতে ওই বাঁশের গেট ভেঙে গাড়িও দুমড়ে মুচড়ে যায়। এনিয়ে সোশ্যাল মিডিয়ায় শুক্রবার দিনভর স্থানীয় বিধায়ক থেকে পুলিসের তীব্র সমালোচনা চলে। এই ঘটনায় কটাক্ষ করেছেন ভারতীয় মজদুর সংঘ রাজ্য সভাপতি প্রদীপ বিজলী তিনি বলেন পুলিশ শুধু অনুমতি দিতে জানে দেখভাল করার করতে পারে না। আগামী দিনে অনুমতি দেওয়ার সাথে সাথে তারা কতদিন রাখবে সেটাও তাদের কাছ থেকে মুছলেখানেওয়া উচিত। এই ওভারগেট যে বা যারা করেছিল তাদের নোটিশ করে জানা দরকার। কেন এতদিন এই ধরনের শহরের উপরে বাসের একটি তোরণ করা ছিল।

এই ঘটনায় নড়ে চড়ে বসেছে পুলিশ হলদিয়ার এসডিপিও অরিন্দম অধিকারী বলেন, এধরনের গেট কোনওভাবেই রাস্তার উপর বরদাস্ত করা হবে না। পুজোর সময় এবিষয়ে পুলিস কড়া হবে। পুজো কমিটির মিটিংয়ে আলোচনা করা হবে।

No comments