শাসক দল তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের অফিস দখলের অভিযোগ উঠেছে ভারতীয় মজদুর সঙ্গে ( বিএমএস) এর বিরুদ্ধে
হলদিয়ার এইচপিএল লিঙ্ক রোডে একটি পেট্রলিয়াম সংস্থার গেটের সামনে আইএনটিটিইউসির অফিস দখলের অভিযোগ উঠেছে ভারতীয় মজদুর সঙ্ঘের(বিএ…
শাসক দল তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের অফিস দখলের অভিযোগ উঠেছে ভারতীয় মজদুর সঙ্গে ( বিএমএস) এর বিরুদ্ধে
হলদিয়ার এইচপিএল লিঙ্ক রোডে একটি পেট্রলিয়াম সংস্থার গেটের সামনে আইএনটিটিইউসির অফিস দখলের অভিযোগ উঠেছে ভারতীয় মজদুর সঙ্ঘের(বিএমএস) বিরুদ্ধে। বিএমএস আরএসএসের শ্রমিক সংগঠন হলেও মূলত বিজেপির কর্মীরাই দখলের পর ওই অফিসে বিএমএসের পতাকা ও ফেস্টুন টাঙিয়ে দেন বলে অভিযোগ। ওই ঘটনার পর আইএনটিটিইউসির তরফে স্থানীয় নেতা সঞ্জয়কুমার পড়ুয়া ভবানীপুর থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগ পাওয়ার পর পুলিস ওই অফিসে তালা ঝুলিয়ে দেয়। আইএনটিটিইউসির তমলুক সাংগঠনিক জেলা সভাপতি চন্দন দে বলেন, ওই কারখানার দু’নম্বর গেটে একটি অফিস ছিল আইএনটিটিইউসির। ওখানে ড্রাইভার ও হেল্পাররা বিভিন্ন সময়ে বিশ্রাম নিতেন। ওই অফিস বিএমএস দখল নিয়েছে বলে থানায় অভিযোগ হয়েছে।
বিএমএসের রাজ্য নেতৃত্ব প্রদীপ বিজলি বলেন, হলদিয়া বিধানসভায় বিজেপি ১৯ হাজার ভোটে লিড পেলেও শিল্পাঞ্চলে শাসকদলের অফিস দখল করার মতো ক্ষমতা নেই। তৃণমূল মিথ্যা অভিযোগ করছে। বরং ওই অফিস স্থানীয় যে ড্রাইভার ও হেল্পাররা তৈরি করেছিলেন, তাঁরা দল বদল করে বিজেপিতে এসেছেন বলে দাবি প্রদীপ বিজলির। তাঁরাই বিএমএসের পতাকা তুলেছেন অফিসে। তিনি বলেন, হলদিয়ার প্রায় সমস্ত কারখানার গেটে বিএমএসের রেজিস্ট্রিকৃত ইউনিয়ন তৈরি হয়েছে। শ্রমিকরা তৃণমূল থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। ওরা ভয় পেয়ে দখলের অভিযোগ তুলছে। পুলিসের সাহায্য নিচ্ছে।
No comments