ডেঙ্গু আক্রান্ত রোগীদের শুভেচ্ছা জানাতে দুয়ারে দুয়ারে পৌঁছে গেলেন পৌর প্রশাসক তথা এসডিও
দিনে দিনে বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা রাজ্য সরকার গত জুন মাস থেকে পঞ্চায়েত পৌরসভা গুলিকে প্রচারের নির্দেশ দিয়েছিলেন। রাজ্যে বিভিন্ন …
ডেঙ্গু আক্রান্ত রোগীদের শুভেচ্ছা জানাতে দুয়ারে দুয়ারে পৌঁছে গেলেন পৌর প্রশাসক তথা এসডিও
দিনে দিনে বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা রাজ্য সরকার গত জুন মাস থেকে পঞ্চায়েত পৌরসভা গুলিকে প্রচারের নির্দেশ দিয়েছিলেন। রাজ্যে বিভিন্ন জায়গায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা প্রায় বেড়েই চলেছে। পূর্ব মেদিনীপুর জেলার শিল্প তালুক হলদিয়া এলাকায় যে সকল মানুষদের ডেঙ্গু হয়েছিল সূত্রে জানা যায় তারা কর্মসূত্রে বাইরে ছিলেন ছিলেন কেউ পড়ানোর জন্য বাইরে ছিলেন । অন্যত্র ডেঙ্গু আক্রান্ত হয়ে বাড়ি ফিরেছিলেন হলদিয়ায় বিভিন্ন ওয়ার্ডে। বাড়িতে এসে হলদিয়া এলাকায় যখনই ডেঙ্গু ধরা পড়েছে, হলদিয়া পৌর এলাকা স্বাস্থ্য কর্মীদের সহযোগিতা নিয়ে তাদেরকে ধীরে ধীরে সুস্থ করা হয়েছে। সেই সকল ডেঙ্গু আক্রান্ত রোগীদের বাড়ি বাড়ি গিয়ে খোঁজ খবর নিলেন তাদের শুভেচ্ছা জানালেন এবং মশারি টাঙিয়ে ঘুমানোর জন্য একটি করে মশারি এবং ফলমূল সহ পুষ্টিকর খাওয়ার তুলে দিলেন হলদিয়া পৌরসভার পৌর প্রশাসক তথা এসডিও সুপ্রভাত চ্যাটার্জী। এক ডেঙ্গু আক্রান্ত রোগী বলেন আমরা ভাবতে পারিনি হলদিয়া পৌরসভার প্রশাসক তথা এসডিও আমাদের দুয়ারে এসে আমাদের খোঁজখবর নিবেন আমাদের শুভেচ্ছা জানিয়ে গেলেন।
হলদিয়া পৌরসভার গত ৫ সেপ্টেম্বর ২০২২ পৌর বোর্ড মেয়াদ শেষ হওয়ার পরেই ৬ সেপ্টেম্বর 2022 হলদিয়া পৌরসভার পৌর প্রশাসক হিসেবে দায়িত্ব দিয়েছিলেন পূর্ব মেদিনীপুর জেলা হলদিয়া মহকুমার শাসক বর্তমানে হলদিয়া পৌরসভার পৌর প্রশাসক সুপ্রভাত চ্যাটার্জী। আজ হলদিয়া পৌর এলাকার ২-৫-১৯-২২-২৪-২৬ পরে গিয়ে হলদিয়া পৌরসভার স্বাস্থ্যকর্মী স্বাস্থ্য দপ্তরে আধিকারিকগণ এবং হলদিয়া পৌরসভার পৌর প্রশাসক ছয় জনের হাতে মশারি ফুল এবং সুষম খাদ্য তুলে দিলেন তাদের সাবধানে থাকার বার্তা দিলেন।
এই ছজন বিদেশে বিভিন্ন কর্মসূত্রে ছিলেন গত জানুয়ারি মাসে তাদের ডেঙ্গু ধরা পড়েছিল পৌরসভার স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে তাদেরকে খোঁজ খবর রাখা হয় এবং ডেঙ্গু বিষয় নিয়ে সচেতন করা হয় তারা প্রত্যেকেই বর্তমানে সুস্থ রয়েছেন।বিশেষ সূত্রে জানা যায়, বর্তমান মানে দুই জন ডেঙ্গুতে আক্রান্ত ২৬ নম্বর ওয়ার্ড এবং ১ নম্বর ওয়ার্ডে বাসিন্দা তারা কর্মসূত্রে বিদেশে ছিলেন। বর্তমানে বিসিরায় হাসপাতালে ১ জন ভর্তি আর একজন সুতাহাটা দুই নম্বর ওয়ার্ডের বাসিন্দা তিনিও হাসপাতালে ভর্তি আছেন সূত্রে জানা যায় দুইজন ব্যক্তি সুস্থ রয়েছেন।
No comments