নিজের মায়ের জন্যে গাছ লাগিয়ে,এই বসুন্ধরা, এই ধরিত্রী মাকে বাঁচাও আহ্বান জানালেন হলদিয়া রিফাইনারি পাইপলাইন
সামাজিক দায়বদ্ধতা পালন করলেন হলদিয়া রিফাইনারি পাইপলাইন
নিজের মায়ের জন্যে গাছ লাগিয়ে,এই বসুন্ধরা, এই ধরিত্রী মাকে বাঁচাও আহ্…
নিজের মায়ের জন্যে গাছ লাগিয়ে,এই বসুন্ধরা, এই ধরিত্রী মাকে বাঁচাও আহ্বান জানালেন হলদিয়া রিফাইনারি পাইপলাইন
নিজের মায়ের জন্যে গাছ লাগিয়ে,এই বসুন্ধরা, এই ধরিত্রী মাকে বাঁচাও আহ্বান জানালেন হলদিয়া রিফাইনারি পাইপলাইন
স্বচ্ছতা পক্ষকে সফল করতে ইতিমধ্যে রাস্তায় নেমে পড়েছে হলদিয়া টাউনশীপের নাট্যসংস্থা 'সংশপ্তক হলদিয়া ' ৯ই জুলাই স্বচ্ছতা পক্ষ চলাকালীন হলদিয়ার রামসুন্দরচক্ প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হল এক সুগভীর মনন ঋদ্ধ অনুষ্ঠান। অনুষ্ঠানটির সামগ্রিক উদ্যোগ নিয়েছিলেন ERPL,HMRB- PIPELINE DIVISION - IOCL। আধিকারিক সন্দীপ সরকার ও বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা দুটি গাছ বিদ্যালয় প্রাঙ্গনে লাগিয়ে অনুষ্ঠানের সূচনা করেন।সংশপ্তক হলদিয়ার নাটককার যুগজিৎ নন্দ তাঁর বক্তব্যে বলেন রামসুন্দর চক তথা হলদিয়ার বিভিন্ন এলাকার সহনাগরিকদের মধ্যে স্বচ্ছতা, আবর্জনামুক্ত পরিবেশ, পরিছন্ন রুচিসম্মত চারিপাশ তৈরীর লক্ষেই সংসপ্তক হলদিয়া তাদের মনন ও চিন্তন ঋদ্ধ পথ নাটক 'হও সামিল' - এর আয়োজন করেছে । সংশপ্তক এখন জনগনের কাছে এক সুপরিচিত নাম শুধুমাত্র বিভিন্ন জ্বলন্ত সমস্যাকে সব্বাইকে সচেতন- সজাগ গতিশীল- গতিময় করে রাখার জন্য । স্বচ্ছতা পক্ষে রাষ্ট্র যেমন চায় যে, আমাদের পরিবেশ হোক আবর্জনা মুক্ত, বর্জ্য পদার্থ মুক্ত, চারিদিকে দৃশ্যমান হোক পরিচ্ছন্নতা, সুচিশুভ্র হোক আমাদের পরিবেশ । সংশপ্তক ও তাদের কুশীলবদের দিয়ে এই বিষয়বস্তুই প্রাঞ্জল ভাবে প্রাসঙ্গিক করে তুলল উপস্থিত স্কুলের ছাত্র ছাত্রী, অভিভাবক, অভিভাবিকা ও শিক্ষক শিক্ষিকাদের কাছে। সংক্ষিপ্ত পরিসরের এই নাটিকার পরে স্কুলের ছেলে মেয়ে দের হাতে একটি করে চারাগাছ তুলে দেন ERPL HMRB- PIPE LINE- DIVISION IOCL এর পক্ষ থেকে CGM সন্দীপ সরকার । ময়লা-আবর্জনা ফেলার জন্য দুটি বড় ডাস্টবিন স্কুল কর্তৃপক্ষের হাতে তুলে দেন আধিকারিক অরিন্দম সরকার । ছোটো ছোটো ছেলে মেয়েদের হাতে চারাগাছ তুলে দেওয়ার সময় ERPL,HMRB- PIPE LINE DIVISION- IOCL এব পক্ষ থেকে বার্তা দেওয়া- 'PLANT FOR MOTHER' অর্থাৎ নিজের মায়ের জন্যে গাছ লাগিয়ে,এই বসুন্ধরা, এই ধরিত্রী মাকে বাঁচাও।এই মহাবিশ্বে আর দ্বিতীয় কোনো গ্রহ নেই যেখানে আর আমরা বাঁচতে পারবো! তাই পরিবেশকে করতে হবে স্বচ্ছ,বর্জ্য ও আবর্জনা মুক্ত, প্লাস্টিক মুক্ত, ভৌমজলের অপচয় বন্ধ করতে হবে, সবুজ উদ্ভিদকূলকে রক্ষা করতে হবে-তাহলেই আমরা সুস্থ ভাবে বাঁচবো। রামসুন্দর চক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক- শিক্ষিকারাও সমগ্র অনুষ্ঠানটির তত্ত্বাবধান করেন আন্তরিক ভাবে। উপস্থিত দর্শক-শ্রোতারাও সংশপ্তকের কর্ণধার কুনাল নন্দকে ধন্যবাদ জানান তাদের সাধু উদ্যোগের জন্য।
পথনাটিকা হও সমিলের শুরুতে কুনালবাবু বলেন স্বচ্ছতা স্কুল প্রাঙ্গন, স্বাস্থ্যকেন্দ্রের চারিপাশ, নদী ও সমুদ্রের তীর, রেলওয়ে স্টেশন, বড় বাজার এলাকা, বাড়ীর উঠোন ও চারিপাশ- এ হোক গুরুত্ব সহকারে। এই বার্তা আমরা হলদিয়া শিল্পাঞ্চলের সবাই জায়গায় পৌঁছে দেবো আমাদের নাটক দিয়ে। ERPL,HMRB-PIPELINE. DIVISION- IOCL সামাজিক ভাবেই দায়বদ্ধতা পালন করলেন - পরিবেশ- সমাজ সভ্যতাকে এগিয়ে নিয়ে যাওয়ার কাজে ।
No comments