হলদিয়া মহকুমা হাসপাতালের উদ্যোগে জীবন দাতাদের সম্বর্ধনা সভা
রক্তদান জীবন দান রক্তদান করুন অপরের জীবন দান করুন রক্তের চাহিদা মেটাতে বিভিন্ন জায়গায় বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে রক্তদান শিবির আয়োজন করা হয়।
সেই সকল শিবিরে…
হলদিয়া মহকুমা হাসপাতালের উদ্যোগে জীবন দাতাদের সম্বর্ধনা সভা
রক্তদান জীবন দান রক্তদান করুন অপরের জীবন দান করুন রক্তের চাহিদা মেটাতে বিভিন্ন জায়গায় বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে রক্তদান শিবির আয়োজন করা হয়।
সেই সকল শিবিরে যারা রক্ত দেন তারাই প্রকৃত বন্ধু। তারা মুমূর্ষু রোগীদের জন্য নিজেদের জীবন উজাড় করে রক্ত দেয়। তাদের কথা কে মনে রাখে? জেলা প্রশাসনের উদ্যোগে যারা ৫০ বারের অধিক রক্ত দিয়েছিলেন তাদেরকে সম্বর্ধনা দিয়েছিল ১লা জুলাই চিকিৎসা দিবসে। আজ ১২ জুলাই হলদিয়া মহকুমা হাসপাতালে ব্লাড ব্যাংকের উদ্যোগে পাঁচ জন রক্তদাতাদের সম্বর্ধনা দেওয়া হয়।
সুকুমার অধীকারী, নকুল চন্দ্র ঘাঁটী,সেক রেজ্জাক আলী, ৫০বারের অধীক।২৫ এর অধিক সুভ্রান্ত মাইতি,অয়ন দাস, আমরা আজকের এই সংবর্ধনা পেয়ে খুবই উদ্বুদ্ধ হলাম উৎসাহিত হলাম আগামী দিনেও আমরা মুমূর্ষু রোগীদের জন্য রক্ত দেওয়ার জন্য সর্বদা প্রস্তুত থাকবো।
No comments