স্মার্ট লোহাগড়া গড়ার লক্ষ্যে পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধন কর্মসূচীর উদ্বোধন অনুষ্ঠান ও মতবিনিময় অনুষ্ঠিত
সৈয়দ খায়রুল আলম, আন্তর্জাতিক ডেস্কঃএসো সবে মিলে স্মার্ট লোহাগড়া গড়ি শ্লোগানে লোহাগড়ায় মাননীয় প্রধানমন্ত্রীর সপ্নের স্মার্ট বা…
স্মার্ট লোহাগড়া গড়ার লক্ষ্যে পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধন কর্মসূচীর উদ্বোধন অনুষ্ঠান ও মতবিনিময় অনুষ্ঠিত
সৈয়দ খায়রুল আলম, আন্তর্জাতিক ডেস্কঃএসো সবে মিলে স্মার্ট লোহাগড়া গড়ি শ্লোগানে লোহাগড়ায়
মাননীয় প্রধানমন্ত্রীর সপ্নের স্মার্ট বাংলাদেশ গড়ার অংশ হিসেবে স্মার্ট লোহাগড়া গড়ার লক্ষ্যে পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধন কর্মসূচীর শুভ উদ্বোধন ও মতবিনিময় অনুষ্ঠানে অংশগ্রহণ করেন স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দের ও বিভিন্ন ক্যাটাগরিতে কর্মরত লোহাগাড়ার কৃতি সন্তানদের সমন্বয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
১৩ জলাই শনিবার বেলা এগারোটায় উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের আয়েজনে পরিষদের মিলনায়তনে নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান একেএম ফয়জুল হক রোম এর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য এবং কর্মপরিকল্পনা তুলে বক্তব্য রাখেন লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো জহুরুল ইসলাম।
অনুষ্ঠানে বিশেষ সন্মানিত অতিথি হিসেবে ঢাকা থেকে এসে উপস্থিত ছিলেন বাংলাদেশ পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যাবস্থাপনা পরিচালক মো জামিলুর রহমান, বাংলাদেশ পুলিশের ডিআইজি (সিআইডি) শেখ নাজমুল আলম, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব সৈয়দ রবিউল ইসলাম, খাগড়াছড়ি জেলার পুলিশ সুপার মীলু মিয়া বিশ্বাস।
স্থানীয় নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান সিকদার আব্দুল হান্নান রুনু ও সৈয়দ ফয়জুল আমির লিটু, নড়াইল জেলা পরিষদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সৈয়দ সামসুল আলম কচি, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুন্সি আলাউদ্দিন, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র সৈয়দ মসিয়ুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আবদুল হামিদ, বিশিষ্ট ব্যাবসায়ী স্বপ্নীল চৌধুরী সোহাগ, ইতনা ইউনিয়নের চেয়ারম্যান শেখ সিহানুক রহমান, নিরাপদ সড়ক ও রেলপথ বাস্তবায়ন পরিষদ চেয়ারম্যান সৈয়দ খায়রুল আলম, ভাইস চেয়ারম্যান মোস্তফা কামাল লিয়ন,মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন ইতি, পৌর সভার কাউন্সিলর আনিসুর রহমান প্রমুখ।
এছাড়াও সরকারী কর্মকর্তা/ কর্মচারী, ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক/ শিক্ষিকা, জনপ্রতিনিধি, সুশিল সমাজের নেতৃবৃন্দ,গ্রাম পুলিশের সদস্যরা প্রমুখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো আব্দুল হামিদ ভুঁইয়া।
অতিথিদের মতবিনিময় সভা শেষে উপজেলা চত্বরে ময়লা আবর্জনা ও ঘাস কেটে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন করেন আমন্ত্রিত অতিথিরা সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ। বক্তারা উপজেলার সড়ক যোগাযোগ, গ্রামিন অবকাঠামো উন্নয়ন প্রকল্প এবং উপজেলা পরিষদ চত্বরে সৌন্দর্যবর্ধন করা সহ এলাকার সার্বিক উন্নয়নে সবধরনের সহায়তা করার আস্বস্ত করেন। লোহাগড়ার অন্যান্য কৃতি সন্তান সবাইকে সম্পৃক্ত করে এলাকার উন্নয়নে কাজ করতে অনুরোধ জানানো হয়।
No comments