Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ধ্রুব আশালতা স্মৃতি সংস্থার উদ্যোগে অরণ্য সপ্তাহ পালন

অরণ্য সপ্তাহ পালন


ধ্রুব আশালতা স্মৃতি সংস্থার উদ্যোগে অরণ্য সপ্তাহ পালন

আজ ১৪ ই জুলাই ২০২৪ রবিবার ধ্রুব আশালতা স্মৃতি সংস্থার উদ্যোগে অরণ্য সপ্তাহ পালন করা হলো। বৃক্ষে জল সিঞ্চন করে অনুষ্ঠানের শুভ সূচনা করেন সম্মানীয় সাব-ইন্সপেক্ট…


অরণ্য সপ্তাহ পালন


ধ্রুব আশালতা স্মৃতি সংস্থার উদ্যোগে অরণ্য সপ্তাহ পালন



আজ ১৪ ই জুলাই ২০২৪ রবিবার ধ্রুব আশালতা স্মৃতি সংস্থার উদ্যোগে অরণ্য সপ্তাহ পালন করা হলো। বৃক্ষে জল সিঞ্চন করে অনুষ্ঠানের শুভ সূচনা করেন সম্মানীয় সাব-ইন্সপেক্টর অফ স্কুল বিষ্ণু সিং। তার সাথে সবুজের হাসি নামে পরিবেশ বিষয়ক একটি পুস্তিকা প্রকাশ করা হলো। এলাকার ৫০ জন মানুষকে ফলের চারা গাছ বিতরণ করা হয়। সবুজায়ন ও জীব বৈচিত্র্য রক্ষার উদ্দেশ্যে । এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিবেশ কর্মী প্রশান্ত কুমার মাইতি, বৃক্ষপ্রেমী দিলীপ কুমার পাত্র, সাব ইন্সপেক্টর অফ স্কুল বিষ্ণু সিং মাহাতো , মক্তব প্রাথমিক বিদ্যালয় এর প্রধান শিক্ষক সম্মানীয় সুজিত দাস মহোদয় প্রমূখ। ধ্রুব আশালতা স্মৃতি সংস্থার কর্ণধার রবীন্দ্রনাথ ভৌমিক বলেন সবুজায়নের লক্ষ্যে এবং দূষণ রোধে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। সংস্থার সভাপতি  বুলু মাইতি ভৌমিক  বলেন যে বিশ্ব উষ্ণায়নের হাত থেকে ধরিত্রীকে রক্ষা করতে জল বড্ড ওই হলে বনসৃজন জরুরী। পরিবেশ দূষণ রোধ এবং জীব বৈচিত্র্য রক্ষায় সমাজের সবাইকে কাজ করতে হবে। সকলের মিলিত প্রয়াসে এই ধরিত্রী আবার ফুলে ফলে সবুজ ও হয়ে উঠবে। বৃক্ষ প্রেমী দিলীপ কুমার পাত্র বলেন প্রতিবছর প্রত্যেককে পাঁচ থেকে দশটি করে চারা গাছ লাগাতে হবে। যদি কারো জায়গা না থাকে তাহলে স্কুল-কলেজ রেল সড়ক পথের ধারে অথবা নদী খালের দারে চারা গাছ লাগাবেন। সুজিত দাস বলেন গাছ লাগালে হবে না গাছগুলোকে রক্ষণাবেক্ষণ করতে হবে তাদের যত্ন নিতে হবে বড় করে তুলতে হবে।

No comments