গভীর সমুদ্র থেকে নিখোঁজ জেলেদের দেহ নিরাপদে উদ্ধার করলেন ভারতীয় কোস্টগার্ড গত ১১ জুলাই ডায় ডায়মন্ড হারবার ভারতীয় ফিসিং বোর্ড জয় বাবা লোকনাথ থেকে সমুদ্র মাছ ধরতে গিয়ে ৫০ বছরে একজন হারিয়ে যায় নাম মোহন মাঝি ।
নিখোঁজ ব্যক্তিকে…
গভীর সমুদ্র থেকে নিখোঁজ জেলেদের দেহ নিরাপদে উদ্ধার করলেন ভারতীয় কোস্টগার্ড
গত ১১ জুলাই ডায় ডায়মন্ড হারবার ভারতীয় ফিসিং বোর্ড জয় বাবা লোকনাথ থেকে সমুদ্র মাছ ধরতে গিয়ে ৫০ বছরে একজন হারিয়ে যায় নাম মোহন মাঝি ।
নিখোঁজ ব্যক্তিকে খোঁজ করার জন্য ভারতীয় উপকূল রক্ষী বাহিনীর কাছে আবেদন করেন। নিখোঁজ নাবিকদের খোঁজে বেরিয়ে পড়েন ভারতীয় উপকূল রক্ষী বাহিনী গভীর সমুদ্রে অনুসন্ধান করে ভারতীয় কোস্টগার জাহাজ কমলা দেবীকে পশ্চিমবঙ্গে উপকূল রক্ষী নিবেদিত অনুসন্ধান উদ্ধার অভিযানে মতান করায় ছিল সেই জাহাজটি সমুদ্রের রুক্ষ অবস্থাকে অতিক্রম করে গভীর সাগর থেকে মৃত জেলেকে উদ্ধার করে। জাহাজে মেডিকেল টিম মৃত জেলেকে সুরক্ষিত করে ১৩ই জুলাই গভীর সমুদ্র থেকে রওনা দেয়।
আজ ১৪ ই জুলাই বিকেল তিনটের সময় জার্সি হলদিয়ায় পৌঁছায় প্রায় সকাল সাড়ে আটটার দিকে নিহতদের পরিবারের সদস্যদের উপস্থিতিতে লাশ নিরাপদে স্থানীয় পুলিশ ও নৌকার মালিকের কাছে হস্তান্তর করে ভারতীয় উপকর রক্ষী বাহিনী জাতীয় সামুদ্রিক অনুসন্ধান এবং উদ্ধার পরিষেবা প্রদানকারী হিসেবে জেলেদের এবং সামুদ্রিক ভ্রাতৃত্বের মধ্যে ভাবমূর্তিকে শক্তিশালী করেছে এবং সমুদ্রে সভ্যতা মৎস্যজীবীদের সহায়তা করছেন। আজ মৃত পরিবারের সদস্যরা তাদের নিখোঁজ হয়ে যাওয়া মৃত ব্যক্তিকে
No comments