অবশেষে অচলাবস্থা কাটল হলদিয়া ল’কলেজের আইন পরীক্ষায়
অবশেষে অচলাবস্থা কাটল হলদিয়া ল’কলেজের আইন পরীক্ষায়। সোম ও মঙ্গল দু’দিন ধরে অচলাবস্থা চলার পর বুধবার তৃতীয় দিনে নির্বিঘ্নে পরীক্ষা হয়েছে। কড়া পুলিস পাহারায় এদিন মহিষাদল রাজ কলেজ সে…
অবশেষে অচলাবস্থা কাটল হলদিয়া ল’কলেজের আইন পরীক্ষায়
অবশেষে অচলাবস্থা কাটল হলদিয়া ল’কলেজের আইন পরীক্ষায়। সোম ও মঙ্গল দু’দিন ধরে অচলাবস্থা চলার পর বুধবার তৃতীয় দিনে নির্বিঘ্নে পরীক্ষা হয়েছে। কড়া পুলিস পাহারায় এদিন মহিষাদল রাজ কলেজ সেন্টারে পরীক্ষা দেন হলদিয়া ল’কলেজের পড়ুয়ারা। প্রথম ও দ্বিতীয়ার্ধে সমস্ত পড়ুয়াই পরীক্ষা দিয়েছেন বলে কলেজ সূত্রে জানা গিয়েছে। ল’কলেজ কর্তৃপক্ষের তরফে এদিন কলেজ থেকে বাসের ব্যবস্থা করা হয়েছিল। সকাল সাড়ে ৯টায় পরীক্ষার্থীরা পুলিসি নিরাপত্তায় ঢোকেন পরীক্ষা কেন্দ্রে। এদিকে হলদিয়া ল’কলেজের তরফে বিশ্ববিদ্যালয়ের কাছে প্রথম দু’দিনের পরীক্ষার পুনর্নির্ধারণের জন্য আবেদন করা হয়েছে। প্রসঙ্গত, সোমবার গণ্ডগোলের জেরে বাতিল হয়েছিল বিশ্ববিদ্যালয়ের আইন পরীক্ষা। মঙ্গলবার দ্বিতীয় দিনে নিরাপত্তার দাবি তুলে পরীক্ষা বয়কট করেন হলদিয়া ল’কলেজের সিংহভাগ পড়ুয়া। মঙ্গলবার বিকেলে ঘেরাও মুক্ত হয়ে পুলিস প্রশাসনের সঙ্গে বৈঠক করে কলেজ কর্তৃপক্ষ। বৈঠকে সিদ্ধান্ত হয় ল’কলেজ কর্তৃপক্ষের তরফে পরীক্ষা কেন্দ্রে যাওয়ার জন্য ব্যবস্থা করা হবে বাস। সেই পরিকল্পনা মতো বুধবার সকালে দু’টি বাস ও দ্বিতীয়ার্ধে প্রায় পাঁচটি বাস দেওয়া হয় কলেজে। ল’কলেজে পরীক্ষার্থীরা কলেজ থেকে বাসে করে মহিষাদল বাসস্ট্যান্ড পর্যন্ত যায়। পরীক্ষার্থীদের কড়া নিরাপত্তায় পরীক্ষা কেন্দ্রে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে মহিষাদল থানার পুলিস। প্রথম ও দ্বিতীয়ার্ধে পরীক্ষা নির্বিঘ্নে হয়েছে বলে দাবি মহিষাদল রাজ কলেজ কর্তৃপক্ষের।
হলদিয়া ল’কলেজের অধ্যক্ষ সমিতকুমার মাইতি দত্ত বলেন, কলেজ কর্তৃপক্ষ পড়ুয়াদের জন্য বাসের ব্যবস্থা করেছে। পুলিস সবরকম নিরাপত্তার ব্যবস্থা করেছে। কলেজ কর্তৃপক্ষের তরফে বিশ্ববিদ্যালয়ের কাছে দু’দিনের পরীক্ষা পুনরায় নেওয়ার জন্য আবেদন জানিয়েছে।
No comments