Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সঙ্ঘ ঘনিষ্ঠরাই ৯ রাজ্যে রাজ্যপাল

সঙ্ঘ ঘনিষ্ঠরাই ৯ রাজ্যে রাজ্যপাল
হিংসায় বিধ্বস্ত মণিপুর ছাড়াও আরও পাঁচটি রাজ্যে নতুন রাজ্যপাল নিয়োগ করল মোদী সরকার। এছাড়া আসাম সহ ৩টি রাজ্যে দায়িত্বও বদল করল তারা। বেছে বেছে আরএসএস এবং সঙ্ঘপরিবারের প্রবীণ নেতাদের রাজ্যগুলিতে নিযুক…

 



সঙ্ঘ ঘনিষ্ঠরাই ৯ রাজ্যে রাজ্যপাল


হিংসায় বিধ্বস্ত মণিপুর ছাড়াও আরও পাঁচটি রাজ্যে নতুন রাজ্যপাল নিয়োগ করল মোদী সরকার। এছাড়া আসাম সহ ৩টি রাজ্যে দায়িত্বও বদল করল তারা। বেছে বেছে আরএসএস এবং সঙ্ঘপরিবারের প্রবীণ নেতাদের রাজ্যগুলিতে নিযুক্ত করা হয়েছে বলে অভিযোগ। শনিবার গভীর রাতে কেন্দ্রের সুপারিশ অনুযায়ী রাষ্ট্রপতি ভবন থেকে এই বিষয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়। ওই বিজ্ঞপ্তিতে অনুসূইয়া উঠাকে সরিয়ে দিয়ে মণিপুরের রাজ্যপালের দায়িত্বে দেওয়া হয়েছে লক্ষ্মণ প্রসাদ আচার্যকে। তিনি একই সঙ্গে আসামের রাজ্যপালের দায়িত্ব পালন করবেন বলে উল্লেখ করা হয়েছে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে। লক্ষ্মণ প্রসাদ আমেষ এত দিন সিকিমের রাজ্যপালের পদে ছিলেন। সিকিমের নতুন রাজ্যপাল হিসাবে নিযুক্ত করা হয়েছে প্রবীণ বিজেপি নেতা বিজেপি নেতা ওমপ্রকাশ মাথুরকে। ছত্তিশগড়ে রাজ্যপাল পদে

নিযুক্ত হয়েছেন আসামের প্রাক্তন সাংসদ রেমন ডেকা। কর্নাটকের প্রাক্তন সাংসদ সিএইচ বিজয়শঙ্করকে মেঘালয়ের রাজ্যপালের দায়িত্ব দেওয়া হয়েছেন। এদিকে, পাঞ্জাবের পাশাপাশি কেন্দ্রশাসিত অঞ্চল চন্ডীগড়ের প্রশাসকের দায়িত্বও দেওয়া হয়েছে কাটারিয়াকে। ঝাড়খণ্ডের রাজ্যপাল সিপি রাধাকৃষ্ণণকে মহারাষ্ট্রের রাজ্যপাল পদে বাসানোর কথা জানানো হয়েছে রাষ্ট্রপতি ভবন থেকে দেওয়া বিজ্ঞপ্তিতে। ঝাড়খণ্ডের রাজ্যপাল করা হয়েছে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সন্তোষকুমার গঙ্গওয়ারকে।তেলঙ্গানার রাজ্যপাল করা হয়েছে ত্রিপুরার প্রাক্তন উপমুখ্যমন্ত্রী জিষ্ণুদেব বর্মাকে। এছাড়াও কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরি লেফটেন্যান্ট গভর্নর পদে নিযুক্ত হয়েছেন প্রাক্তন আইএএস অফিসার কে কৈলাসনাথন। রাজস্থানেও রাজ্যপাল পরিবর্তন করা হয়েছে। আরএসএস'র প্রবীণ নেতাকে রাজ্যপাল করা হয়েছে।

No comments