মনুর উদ্দেশে ক্রীড়াবিদরা কে কী বললেন
প্যারিস অলিম্পিক থেকে প্রথম পদক এল ভারতে। ১০ মিটার এয়ার পিস্তল শুটিংয়ে ব্রোঞ্জ পেলেন মনু ভাকের। এই প্রথম কোনও ভারতীয় মহিলা শুটার অলিম্পিকে পদক জিতলেন। মনুর সাফল্যে গর্বিত গোটা দেশ। , একনজরে দেখ…
মনুর উদ্দেশে ক্রীড়াবিদরা কে কী বললেন
প্যারিস অলিম্পিক থেকে প্রথম পদক এল ভারতে। ১০ মিটার এয়ার পিস্তল শুটিংয়ে ব্রোঞ্জ পেলেন মনু ভাকের। এই প্রথম কোনও ভারতীয় মহিলা শুটার অলিম্পিকে পদক জিতলেন। মনুর সাফল্যে গর্বিত গোটা দেশ। , একনজরে দেখে নেওয়া যাক।
*শচীন তেন্ডুলকার*: মেডেল ট্যালিতে অফ দ্য মার্ক আর শুটিংয়ে অন দ্য মার্ক! প্যারিস অলিম্পিকে ভারতের হয়ে প্রথম পদক জেতার জন্য মানু ভাকেরকে অভিনন্দন। টোকিও অলিম্পিকের ব্যর্থতা ভুলে যে অপরিসীম শক্তি ও দৃঢ় সঙ্কল্প দেখিয়ে তুমি প্যারিসে ব্রোঞ্জ জিতলে, তার জন্য আজ ভারত গর্বিত।
*অভিনব বিন্দ্রা*: ১০ মিটার এয়ার পিস্তল শুটিংয়ে ব্রোঞ্জ জয়ের জন্য মানু ভাকেরকে শুভেচ্ছা জানাই। আজ তোমার নিরলস পরিশ্রম আর আবেগের দাম পেলে। তোমাকে এভাবে পারফর্ম করতে দেখা এক অবিশ্বাস্য অভিজ্ঞতা। তুমি আমাদের দেশকে গর্বিত করেছ। এভাবেই এগিয়ে যাও মানু।
*বজরং পুনিয়া*: প্যারিস অলিম্পিকে ভারতকে প্রথম পদক এনে দেওয়ার জন্য শুটার মানু ভাকেরকে আন্তরিক অভিনন্দন। তোমার এই ব্রোঞ্জ জয় দেশকে গর্বিত করেছে। জয় হিন্দ।
*গৌতম গম্ভীর*: ভারতের হয়ে অলিম্পিকে প্রথম পদক জেতায় মানু ভাকেরকে শুভেচ্ছা। তোমার জন্য আমরা ভারতীয়রা গর্বিত।
No comments