Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

জাতীয় সড়কের উপর টোটো এবং মেশিন ভ্যান নিষিদ্ধ করলো প্রশাসন

জাতীয় সড়কের উপর টোটো এবং মেশিন ভ্যান নিষিদ্ধ  করলো প্রশাসন রাজ্য সরকারের সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি চলছে। অষ্টম বর্ষে পদার্পণ করেছে সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি আগামী দিনেও এই কর্মসূচি চলবে বলে জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী…

 




জাতীয় সড়কের উপর টোটো এবং মেশিন ভ্যান নিষিদ্ধ  করলো প্রশাসন 

রাজ্য সরকারের সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি চলছে। অষ্টম বর্ষে পদার্পণ করেছে সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি আগামী দিনেও এই কর্মসূচি চলবে বলে জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 

মহামান্য হাইকোর্টের নির্দেশ জারি করেছিল জাতীয় সড়কের উপর টোটো এবং মেশিন ভ্যান না চালানোর জন্য গত বছর। তা কার্যকরী হয়েছিল পূর্ব মেদিনীপুর জেলা নন্দকুমার থেকে দীঘা লাইন ১১৬ বি রাস্তা তে।

প্রতিনিয়ত বেড়েই চলেছে পথ দুর্ঘটনা, তারই জন্যই আরো কঠোর হলো প্রশাসন। ১১৬ জাতীয় সড়কের উপর টোটো এবং মেশিন ভ্যান চালানো সম্পূর্ণ নিষিদ্ধ করল।

হলদিয়ার ট্রাফিক ওসি রানা ব্যানার্জি বলেন প্রতিনিয়ত বেড়ে চলেছে পথদুর্ঘটনা টোটো এবং মেশিন ভ্যানে যে সকল যাত্রীরা যাওয়ার সময় পথ দুর্ঘটনায় ঘটে, তাদের কোন ইন্সুরেন্স ক্ষতিপূরণ পায়না ক্ষতিগ্রস্ত  পরিবারের লোকজন। মহামান্য হাইকোর্টের নির্দেশ জাতীয় সড়কের উপর টোটো এবং মেশিনম্যান চালানো নিষেধ।  সেই নির্দেশকে কার্যকরী করা হয়েছে হলদিয়া ব্রজলালচক হাইরোড রানিচক এবং কাবাসএ্যাড়িয়া অশত্থ তলা পর্যন্ত ।এই রাস্তার উপরে কোন টোটো মেশিন চালানো যাবে না এবং পরবর্তী কোলাঘাট পর্যন্ত এই নিয়ম বলববৎ করা রয়েছে।

সূত্রে জানা যায়, হলদিয়া ব্রজলালচক থেকে রানিচক পর্যন্ত প্রায় ১৩০ টি টোটো গাড়ি রয়েছে। এবং ব্রজলাল চক থেকে বাড়সুন্দরা এবং কাবাসএ্যাড়িয়া পর্যন্ত প্রায় আরো ১৩০ টি টোটো গাড়ি রয়েছে। তারা কোথায় চালাবে গাড়ি, সে নিয়ে এখন মাথায় হাত। গত ১৪ই জুলাই রবিবার টোটো চালকদের ডেকে সেই সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হয়েছে। কিন্তু এখনো জাতীয় সড়কের উপর কয়েকটি টোটো গাড়িকে দেখা গেলে পুলিশের পক্ষ থেকে সতর্ক করে দিলেন আগামী দিনে তাদের ফাইন করা হবে বলেও জানিয়েছেন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে হলদিয়া ট্রাফিক ওসি রানা ব্যানার্জি।

No comments