মহরম ইসলাম ক্যালেন্ডার অনুযায়ী নতুন বছরের প্রথম মাস। ইসলাম ধর্মাবলম্বী মানুষরা এই মাসটিকে খুবই পবিত্র মনেকরে। শুধু মাত্র ভারতবর্ষ নয় সমগ্র বিশ্ব ব্যাপী এই মহরম উৎসব অনুষ্ঠিত হয়। পূর্ব মেদিনীপুর জেলার এগরা শহরের ১ নম্বর ওয়ার্ডে…
মহরম ইসলাম ক্যালেন্ডার অনুযায়ী নতুন বছরের প্রথম মাস। ইসলাম ধর্মাবলম্বী মানুষরা এই মাসটিকে খুবই পবিত্র মনেকরে।
শুধু মাত্র ভারতবর্ষ নয় সমগ্র বিশ্ব ব্যাপী এই মহরম উৎসব অনুষ্ঠিত হয়।
পূর্ব মেদিনীপুর জেলার এগরা শহরের ১ নম্বর ওয়ার্ডে সংযোগ ক্লাবের উদ্যোগে মহরম উৎসব পালন করা হয়।
আজকের এই দিন ইসলাম ধর্মাবলম্বী মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ । এই দিনটিকে আশুরা হিসেবে বিশেষ ভাবে পালন করা হয় । এই দিনটি সিয়া মুসলমানরা শোক দিবস হিসাবে পালন করে । ইসলাম ধর্ম অনুযায়ী এই দিনে হযরত ইমাম হুসেনের শাহাদাত হয়েছিলো, অর্থাৎ তিনি মৃত্যু বরণ করে ছিলেন।
এগরা শহরে ইসলাম ধর্মাবলম্বী মানুষরা হযরত ইমাম হুসেনের শাহাদাতের উদ্দেশে শোক মিছিল বের করেন ।
এই সম্প্রদায়ের মানুষরা এই দিন মাতম বের করে ও এই দিন শরবত, ঠাণ্ডা পানীয়র খিচড়া সাধারণ মানুষ কে খাওয়ান। এদিন দীঘা মোড়ে লাঠি খেলা আয়োজন করা হয়। এগরা মহকুমার বিভিন্ন প্রান্ত থেকে খেলোয়াড়রা আসেন। এদিনের
এই কর্মসুচিতে উপস্থিত ছিলেন পটাশপুরের বিধায়ক তথা জেলা পরিষদের সভাধীপতি উত্তম বারিক, এগরার বিধায়ক তরুণ কুমার মাইতি, এগরা পৌরসভার পৌরপিতা স্বপন কুমার নায়ক, বিশিষ্ট সমাজসেবী পীযুষ কান্তি পন্ডা, সুকুমার খাটুয়া, কবিতা প্রধান সংযোগ ক্লাবের প্রধান উপদেষ্টা সেক রাজেশ আলি, ক্লাবসভাপতি সেক সুরজ আলি সদস্য, সুজিত মাইতি, স্নেহাশিস মাইতি, গৌতম বেরা, দিব্যজ্যোতি মাইতি, জেলা পরিষদের সদস্য শান্তনু নায়ক প্রমুখ।
No comments