Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ইলিশের মরসুমে সরকারি পরিষেবা না পেয়ে নাজেহাল ২০০ জন ক্ষুদ্র মৎস্যজীবী"!

ইলিশের  মরসুমে সরকারি পরিষেবা না পেয়ে নাজেহাল ২০০ জন ক্ষুদ্র মৎস্যজীবী"!
  দেদার সরকারি প্রতিশ্রুতি, কিন্তু তা বাস্তবে কার্যকর হয়নি। যার কারণে নাজেহাল ২০০ জন ক্ষুদ্র মৎস্যজীবী। তাই শুক্রবার মেদিনীপুর জেলা উপকূলীয় মৎস্যভেন্…

 



ইলিশের  মরসুমে সরকারি পরিষেবা না পেয়ে নাজেহাল ২০০ জন ক্ষুদ্র মৎস্যজীবী"!


  দেদার সরকারি প্রতিশ্রুতি, কিন্তু তা বাস্তবে কার্যকর হয়নি। যার কারণে নাজেহাল ২০০ জন ক্ষুদ্র মৎস্যজীবী। তাই শুক্রবার মেদিনীপুর জেলা উপকূলীয় মৎস্যভেন্ডার ইউনিয়ন এর পক্ষ থেকে সহ মৎস অধিকর্তা'র কাছে একটি লিখিত ডেপুটেশন দেওয়া হয়। তাদের সংগঠনে প্রায় ৫ হাজার খুদ্র মৎস্য জীবিত রয়েছে। সরকারি নির্দেশিকা অনুযায়ী ২০০ জন মৎস্যজীবীর নাম নথিভুক্ত করতে যেখানে গরিব মৎস্য ভেন্ডারদের ফ্রিতে ঠান্ডা রাখার বাক্স ও ওজন যন্ত্র প্রদান করা হবে। কিন্তু প্রায় দু বছর হয়ে গেলেও এখনো পর্যন্ত এই সুবিধা পায়নি মৎস্য ভেন্ডাররা। যে কারণে আর সহ মৎস্য অধিকর্তা সুমন সাহা'র কাছে ডেপুটেশন দেয় তারা।

  এই মরসুমে ইলিশ ও পমপ্লেট মাছের মতো দামি মাছ সংরক্ষণ করতে না পারায় প্রচুর পরিমাণে ক্ষতির মুখে হচ্ছে মৎস্যজীবীদের। এই সময় ব্যবসার জন্য তাদের খুবই প্রয়োজন রয়েছে একটি করে ঠান্ডা বাক্সের সেই সাথে প্রয়োজন রয়েছে ওজন যন্ত্রের। তাই তাদের এই দাবি যাতে অতিসত্বর পূরণ করা হয়, সেই আবেদন জানিয়েছে- মেদিনীপুর জেলা উপকূলীয় মৎস্যভেন্ডার ইউনিয়ন এর সম্পাদক সহ মৎস্য ভেন্ডার ইউনিয়নের সদস্যরা।


No comments