Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

পরিবেশ সুরক্ষায় "গাছেদের আত্মকথা"নির্ভর আলোচনা সভা

পরিবেশ সুরক্ষায় "গাছেদের আত্মকথা"নির্ভর আলোচনা সভাহলদিয়া শিল্পাঞ্চল এলাকায় পরিবেশকে সুস্থ রাখতে অভিনব উদ্যোগ স্কুলের স্কুলে পরিবেশ আছে তো তার পুরস্কার ঘোষণা। হলদিয়া থেকে প্রকাশিত সাপ্তাহিক পত্রিকার উদ্যোগে এই অভিনব …

 

পরিবেশ সুরক্ষায় "গাছেদের আত্মকথা"নির্ভর আলোচনা সভা

হলদিয়া শিল্পাঞ্চল এলাকায় পরিবেশকে সুস্থ রাখতে অভিনব উদ্যোগ স্কুলের স্কুলে পরিবেশ আছে তো তার পুরস্কার ঘোষণা। হলদিয়া থেকে প্রকাশিত সাপ্তাহিক পত্রিকার উদ্যোগে এই অভিনব উদ্যোগ।পরিবেশ সচেতনতায় হলদিয়ার ৬টি স্কুল পুরস্কৃত হল । প্রথম হয়েছে হলদিয়া গভর্নমেন্ট স্পনসর্ড বিবেকানন্দ বিদ্যাভবন, দ্বিতীয় পৌর পাঠভবন, তৃতীয় পরানচক শিক্ষা নিকেতন, চতুর্থ বাসুদেবপুর গভর্নমেন্ট স্পনসর্ড হাই স্কুল, পঞ্চম হলদিয়া পুনর্বাসন বিদ্যানিকেতন এবং ষষ্ঠ  দেভোগ শ্যামাচরণ মিলন বিদ্যাপীঠ । হলদিয়া সংবাদপত্র ফোরাম আয়োজিত স্কুল ভিত্তিক এই মূল্যায়নে উৎসাহিত সফল স্কুলগুলির ছাত্র-ছাত্রী শিক্ষক-শিক্ষিকা অভিভাবক সকলে । আনুষ্ঠানিকভাবে হলদিয়ার মঞ্জুশ্রী মোড়ে কুমার চন্দ্র জানা অডিটোরিয়ামে সফল স্কুলগুলির হাতে পুরস্কার এবং স্মারক তুলে দেওয়া হয় । পরিবেশ সুরক্ষায় "গাছেদের আত্মকথা"নির্ভর আলোচনা সভা অনুষ্ঠিত হয় । এ বিষয়ে মুখ্য আলোচক ছিলেন মহিষাদল রাজ কলেজে প্রাণিবিদ্যা বিভাগের  প্রধান অধ্যাপক শুভময় দাস, রাজ্য বনদপ্তরের পূর্ব মেদিনীপুর রেঞ্জার জনাব বশিরুল আলম, পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের রাজ্য কমিটির সদস্য, শিক্ষিকা শুচিস্মিতা মিশ্র  । শিল্পাঞ্চল এলাকায় পরিবেশকে সুস্থ রাখতে স্কুলে কলেজে বিভিন্ন জায়গায় গাছ লাগানোর বার্তা দিলেন আয়োজক সংস্থার পক্ষে দীপক পন্ডা। হলদিয়ার পরিবেশ সুরক্ষায় সকল স্তরের মানুষকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন হলদিয়া ডেভেলপমেন্ট অথোরিটির সিইও সুধীর কোন্থাম । 

 সেই সঙ্গে স্কুল পড়ুয়া, শিক্ষক-শিক্ষিকা,অন্যান্য পরিবেশপ্রেমীদের চারা গাছ বিতরণ করা হয়েছে । আয়োজক সংস্থার পক্ষে দীপক পণ্ডা জানিয়েছেন,"হলদিয়ার পরিবেশ সুরক্ষায় সচেতন হওয়ার দিন এসেছে । সমাজের সকল স্তরের মানুষের পরিবেশ সচেতনতা হলদিয়ার পরিবেশকে সুস্থ রাখবে মনে করছি ।"

No comments