পূর্ব মেদিনীপর জেলা প্রশাসনের উদ্যোগে হারিয়ে যাওয়া ত্রিপুরার এক ছেলেকে তার পরিবারের হাতে তুলে দিল !গত ২৬ শে নভেম্বর ২০২৩ হলদিয়া স্টেশনে ঘুরতে দেখে দুর্গাচক থানার পুলিশ। সূত্রে জানা যায় মানসিক ভারসাম্য ছেলেটি। পুলিশ নজরে আসতেই…
পূর্ব মেদিনীপর জেলা প্রশাসনের উদ্যোগে হারিয়ে যাওয়া ত্রিপুরার এক ছেলেকে তার পরিবারের হাতে তুলে দিল !
গত ২৬ শে নভেম্বর ২০২৩ হলদিয়া স্টেশনে ঘুরতে দেখে দুর্গাচক থানার পুলিশ। সূত্রে জানা যায় মানসিক ভারসাম্য ছেলেটি। পুলিশ নজরে আসতেই সেই ছেলেটিকে প্রথমে উমোশ হোমে পাঠায় এবং তারপরে শিল্প তালুক হলদিয়া সমাজ কল্যাণ পর্ষদ রাখার ব্যবস্থা করে। ছেলেটি আধার কার্ড করতে গিয়ে বায়োমেট্রিকে ধরা পড়ে ছেলেটির আগেই আধার কার্ড হয়েছে তার নাম( হিমান) রঞ্জিত ত্রিপুরা বয়স ১৫। এবং সেই সূত্র ধরে জানা যায় ছেলেটি ত্রিপুরা বাড়ি মানসিক ভারসাম্যহীন। জানা যায় এক বছর আগে সে বেরিয়ে এসেছিল বাড়ি থেকে ।
তার ঠিকানা জানার পর তার পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয় আজ রাতেই তাকে হলদিয়া থেকে পুলিশ এবং আবাসিক হলদিয়া সমাজ কল্যাণ পর্ষদের তরফ থেকে পৌঁছে দেওয়া হবে ত্রিপুরাতে জানালেন সংস্থার পক্ষে প্রদীপ কুমার পাত্র হলদিয়া সমাজ কল্যাণ সংস্থা সুপারিন্টেন্ট।
No comments