Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

১২ তম বর্ষে হাতিবেড়্যা ও নাড়ারচক রথযাত্রা ও লক্ষ্মী পূজা কমিটির রথযাত্রা উৎসব পালিত হল

হাতিবেড়্যা নাড়ারচক রথযাত্রা ও লক্ষ্মী পূজা কমিটির উদ্যোগে ১২ তম বর্ষের রথযাত্রা উৎসব

হাতিবেড়্যা নাড়ারচক রথযাত্রা ও লক্ষ্মী পূজা কমিটির উদ্যোগে ১২ তম বর্ষের রথযাত্রা উৎসব পালিত হল। ১২ বছর আগে কয়েকজন ছোট্ট ছোট্ট কিশোর তারা খেলা…

 


হাতিবেড়্যা নাড়ারচক রথযাত্রা ও লক্ষ্মী পূজা কমিটির উদ্যোগে ১২ তম বর্ষের রথযাত্রা উৎসব



হাতিবেড়্যা নাড়ারচক রথযাত্রা ও লক্ষ্মী পূজা কমিটির উদ্যোগে ১২ তম বর্ষের রথযাত্রা উৎসব পালিত হল। ১২ বছর আগে কয়েকজন ছোট্ট ছোট্ট কিশোর তারা খেলার ছলে রথ তৈরি করে গ্রামের এ প্রান্ত থেকে অন্য প্রান্তে নিয়ে যেতেন। সেই রথ এখন মোহি রূপ ধারণ করেছে। এলাকার ছোট্ট ছোট্ট অনেক কিশোর এখন রথে সাথে যুক্ত হয়েছে। তবে বড়দের সহযোগিতা রয়েছে সেটা অনস্বীকার্য । তা না হলে রথ এত সুন্দর সুসজ্জিত বিভিন্ন রংবাহারি আলোয় ঝলমল করছে না দেখলে বিশ্বাস করা যায় না। রথের উচ্চতা প্রায় এখন ১০ ফুট রীতিমতো  হরিনাম সংকীর্তনের মাধ্যমে মাইক বাজিয়ে এলাকা পরিক্রমা করছে। তবে এ বছর অন্যান্য রথের থেকে নজর কেড়ে নিয়েছে হলদিয়া গান্ধীনগরে রথের প্রদর্শনীতে (competition )হয়েছিল। সেই প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অধিকার করেছে হাতিবেড়্যা নাড়ারচক গ্রামের লক্ষী পূজা ও রথ কমিটির । এবারের  রথ কমিটির হাতে ট্রফি এবং নগদ অর্থ তুলে দিয়েছে বলে জানালেন রথ কমিটি অন্যতম সদস্য কৌশিক প্রামানিক। তিনি বলেন আগামী দিনে এই রথ আরো বড় করে মানুষের  হৃদয়গ্রাহী হতে পারে সেদিকে তারা নজর দেবেন। 

রথযাত্রার এই অভিভাবক রবীন্দ্র নাথ ও কবিতা প্রামানিক বলেন রথ কে কেন্দ্র করে প্রায় ১৫ দিন আগে থেকেই রথ সাজানো আলো লাগানো নিয়ে এলাকার কিশোর মেতে উঠেন শুধু রথযাত্রা নয় কোজাগরী লক্ষ্মী পূজায় তাদের এই অংশগ্রহণ থাকে অন্যতম রথযাত্রা কমিটি।

রথযাত্রাকে কেন্দ্র করে এলাকার মানুষদের মধ্যেও নরনারায়ণ সেবা করার উদ্যোগ রয়েছে। কবিতা প্রামানিক বলেন ছেলেদের উৎসাহিত করা প্রত্যেক অভিভাবকদের একান্ত দরকার। বর্তমান সমাজে মোবাইলে আসক্ত হচ্ছে ছেলেরা তা থেকে বেরিয়ে আসতে গেলে আধ্যাত্মিকতা এবং পড়াশুনোর মাঝে খেলাধুলো এবং তাদের সঙ্গে বন্ধুর মতো মেশা ও তাদের সঙ্গে একটু সময় দেওয়া তবেই এই বর্তমান সমাজে অবক্ষয়ের হাত থেকে ছেলেদের বাঁচানো যাবে। 

আজকের ছিল উল্টোরথ প্রায় তিন কিলোমিটার নাড়ারচক এবং হাতিবেড়্যা এলাকার রথ পরিভ্রমণ করে। তবে রথ দেখার জন্য রীতিমতো অনেকেই রাস্তার দু'ধারে দাঁড়িয়ে পড়েন। দেখতে  রথ ছোট হলেও মনটা ছিল ছেলেদের উদার। রথের কারুকার্য ছবি এঁকেছে কৌশিক।   জানা যায় এবার দ্বাদশ শ্রেণীর উত্তীর্ণ হয়ে ডাক্তার অথবা ইঞ্জিনিয়ারিং পড়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন কৌশিক। কিন্তু পেশাগতভাবে ভালো ছবি আঁকে তাই নিজের রং তুলি দিয়ে রথ কে তৈরি করেছে সুসজ্জিত। যদিও হাতিবেড়িয়া এলাকায় এবারের ইসকনের রথ ছিল গন্ডিচা মন্দির তৈরি করে প্রায় এক সপ্তাহ ধরে বিভিন্ন অনুষ্ঠান ইসকনের রথযাত্রা কে কেন্দ্র করে অনুষ্ঠিত হয় । আজ ক্ষুদিরাম নগর থেকে অর্থাৎ গন্ডিচা মন্দির থেকে জগন্নাথ ,বলরাম, সুভদ্রা আজ ইসকন মন্দিরের দিকে রওনা হলেন। হলদিয়া হাতিবেড়িয়্যা এলাকায় আরো একটি রথ লক্ষী পূজা এবং রথযাত্রা কমিটির উদ্যোগে তাদের রথ ১২ তম বর্ষে পদার্পণ করেছে। তাদের এই রথ কে কেন্দ্র করে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে এক সপ্তাহ ধরে। আজ উল্টোরথ সেই উল্টোরথেও মেলা কমিটির পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি পালিত হয়।

No comments