Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

পাঁশকুড়া থেকে হলদিয়া স্পেশাল ট্রেন চালু হচ্ছে

পাঁশকুড়া থেকে হলদিয়া স্পেশাল ট্রেন চালু হচ্ছে
তমলুক থেকে জনৈক প্যাসেঞ্জার অরূপ প্রামাণিক মহাশয়, পার্বতীপুর তমলুক এর প্রতিনিধিত্বে  ১০৮ জন প্যাসেঞ্জারের অনুরোধে পাঁশকুড়া হলদিয়া দীঘা সাউথ ইস্টার্ন রেলওয়ে প্যাসেঞ্জার্স ওয়েলফেয…

 


পাঁশকুড়া থেকে হলদিয়া স্পেশাল ট্রেন চালু হচ্ছে


তমলুক থেকে জনৈক প্যাসেঞ্জার অরূপ প্রামাণিক মহাশয়, পার্বতীপুর তমলুক এর প্রতিনিধিত্বে  ১০৮ জন প্যাসেঞ্জারের অনুরোধে পাঁশকুড়া হলদিয়া দীঘা সাউথ ইস্টার্ন রেলওয়ে প্যাসেঞ্জার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আবেদনে এবং মাননীয়া জোনাল রেলওয়ে ইউজারস কনসালটেটিভ কমিটির সদস্যা মৌসুমী দাস মহাশয়ার উদ্যোগে ৬ই জুলাই ২০২৪, ৩৮০৫১ হাওড়ার পরিবর্তে পাঁশকুড়া থেকে স্পেশাল ট্রেন হিসেবে যথাসময়ে সকাল সাতটা বেজে ৫০ মিনিটে ছেড়ে হলদিয়া আসবে সেই সঙ্গে হলদিয়া থেকে ৩৮০৫৪ হলদিয়া পাঁশকুড়া লোকাল যথাসময়ে সকাল নটা বেজে চল্লিশ মিনিটে হলদিয়া থেকে ছেড়ে আবার পাঁশকুড়ার উদ্দেশ্যে রওনা হবে।। এখানে উল্লেখ থাকে যে এই লোকাল দুইটি আন্দুল স্টেশনে এন আই ওয়ার্ক এর জন্য ৬ই জুলাই ২০২৪  বাতিল করা হয়েছিল। তা মূলত উপরি লিখিত কারণে স্পেশাল ট্রেন হিসাবে ওই দিন চালানো হচ্ছে। বাকি অন্যান্য দিন যথারীতি লোকাল ট্রেন গুলি যেমন চলে তেমনি চলবে।

    এজন্য সমস্ত যাত্রীদের পক্ষ থেকে সংশ্লিষ্ট রেল কর্তৃপক্ষের আধিকারিককে জানাই অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা।

No comments