Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ব্রজলাল চক হাই রোড মোড়ে দখলদারদের শুধু নোটিশ দিয়ে কি ক্ষান্ত! জাতীয় সড়ক কর্তৃপক্ষ?

ব্রজলাল চক হাই রোড মোড়ে দখলদারদের শুধু নোটিশ দিয়ে কি ক্ষান্ত! জাতীয় সড়ক কর্তৃপক্ষ?
হলদিয়ার ব্রজলালচক মোড়ে দখলদারদের ৭ দিনের মধ্যে দোকানপাট সরিয়ে ফেলার নির্দেশ দিল জাতীয় সড়ক কর্তৃপক্ষ। হলদিয়া-মেচেদা ১১৬ নম্বর জাতীয় সড়কের জায়গা …

 



ব্রজলাল চক হাই রোড মোড়ে দখলদারদের শুধু নোটিশ দিয়ে কি ক্ষান্ত! জাতীয় সড়ক কর্তৃপক্ষ?


হলদিয়ার ব্রজলালচক মোড়ে দখলদারদের ৭ দিনের মধ্যে দোকানপাট সরিয়ে ফেলার নির্দেশ দিল জাতীয় সড়ক কর্তৃপক্ষ। হলদিয়া-মেচেদা ১১৬ নম্বর জাতীয় সড়কের জায়গা জবরদখল করে ওই দোকানপাট গজিয়ে উঠেছে বলে অভিযোগ। শুধু জায়গা দখল নয়, ফোরলেন জাতীয় সড়কের একাংশও দখল হয়ে গিয়েছে। জায়গা ও রাস্তা দখল করে ব্যবসা বাণিজ্য, বেআইনি পার্কিং সবই রয়েছে। দুর্ঘটনার সঙ্গে বাড়ছে চুরি

ছিনতাই বাড়ছে বলেও অভিযোগ। রবিবার জাতীয় সড়ক কর্তৃপক্ষ দখলদারদের ৭ দিনের নোটিস দিয়েছে। দখলদার সরানোর আগে ৬ দিনের মাথায় মাইকিং করে সবাইকে সতর্ক করা হবে। জাতীয় সড়ক কর্তৃপক্ষের অ্যাসিসটেন্ট পেট্রলিং ইনচার্জ আশিস সিং বলেন, হাইকোর্টের নির্দেশমতো ইতিমধ্যেই ব্রজলালচকের দখলদারদের নোটিস দেওয়া হয়েছে। ফের একবার নোটিস দেওয়া হল। এরপর সরানোর আগে মাইকিং হবে আগামী সপ্তাহে। স্থানীয় মানুষের জনস্বার্থ মামলার প্রেক্ষিতে গত মার্চ মাসের দ্বিতীয় সপ্তাহে ১১৬ নম্বর জাতীয় সড়কের চৌমাথা ক্রশিং এলাকায় রাস্তার উপরে থাকা দখলদার সরানোর নির্দেশ দেয় হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। তিন সপ্তাহের মধ্যে আইন অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ করার জন্য জাতীয় সড়ক কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়। তারপর ২৩৯টি দোকানকে নোটিস দেয় জাতীয় সড়ক কর্তৃপক্ষ। এবার নেটিস দেওয়া পর স্থানীয় দোকানদাররা হাইওয়ে অথরিটি ও প্রশাসনের কাছে সময় চেয়েছে। স্থানীয় তৃণমূল নেতা আলোকরঞ্জন দাস বলেন, মুখ্যমন্ত্রী ফুটপাত মুক্ত করার নির্দেশ দিয়েছে। আবেদনের ভিত্তিতে ব্যবসায়ীদেরকে বোঝানো হচ্ছে। তবে ব্রজলালচকে যেভাবে দুর্ঘটনা বাড়ছে সেখানে জাতীয় সড়ক কর্তৃপক্ষ ও প্রশাসন কী ব্যবস্থা নেয় সেদিকে রয়েছেন মানুষ। রাস্তাও ফুটপাত এমনভাবে দখল হয়েছে যে মানুষ বিরক্ত। জাতীয় সড়ক কর্তৃপক্ষকেই ব্যবস্থা নিতে হবে। এখন সংবাদপত্রে খবর প্রকাশ হতেই ওরা নড়েচড়ে বসেছে হলদিয়া ব্লকের বিডিও সৌরভ মাজি বলেন, জাতীয় সড়ক কর্তৃপক্ষ নোটিস দিয়েছে নতুন করে। আমরাও দোকানদারদের সরে যেতে আবেদন করেছি।

ন্যাশনাল হাইওয়ে এবং স্থানীয় প্রশাসন যদি সঠিক পদক্ষেপ নয় তাহলে ব্রজলালচক হাই রোড মোর যানজট মুক্ত হবে কমবে দুর্ঘটনা শুনতে পাওয়া যাবে না স্বজন হারা কান্না নন্দকুমার চৌমুরির মত হবে গান্ধী মূর্তি স্থাপন স্বাধীনতা আন্দোলনের ফলক নতুন প্রজন্ম জানবে ইতিহাসের ঘটনা সবই এখন পুলিশ প্রশাসনের হাতে দেখা যাক যানজট মুক্ত ব্রজলাল চক হাই রোড কবে হবে সেটাই সময়ের অপেক্ষা?

No comments