Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ভবানীপুর থানার উদ্যোগে সাইবার ক্রাইম নিয়ে স্কুলের ছাত্র-ছাত্রীদের প্রশ্নোত্তর পর্ব

ভবানীপুর থানার উদ্যোগে সাইবার ক্রাইম নিয়ে স্কুলের ছাত্র-ছাত্রীদের প্রশ্নোত্তর পর্ব ভবানীপুর  থানা ও গেঁওয়াডাব পঞ্চানন স্মৃতি মিলন বিদ্যাভবনের  যৌথ উদ্যোগে একাদশ ও দ্বাদশ শ্রেণীর প্রায় ২৫০ ছাত্রছাত্রীদের নিয়ে পথ নিরাপত্তা , বা…

 


ভবানীপুর থানার উদ্যোগে সাইবার ক্রাইম নিয়ে স্কুলের ছাত্র-ছাত্রীদের প্রশ্নোত্তর পর্ব

 ভবানীপুর  থানা ও গেঁওয়াডাব পঞ্চানন স্মৃতি মিলন বিদ্যাভবনের  যৌথ উদ্যোগে একাদশ ও দ্বাদশ শ্রেণীর প্রায় ২৫০ ছাত্রছাত্রীদের নিয়ে পথ নিরাপত্তা , বাল্যবিবাহ, যোগাযোগ অপরাধ  প্রবণতা(cyber crime), মোবাইল  ফোনের অপব্যবহার ও কিশোর  বয়সের অপরাধ  বিষয়ে দীর্ঘ  আলোচনা ও প্রশ্নোত্তর  পর্ব চলে। ছিলেন ভবানীপুর থানার অফিস ইনচার্জ ইমরান মোল্লা সহ থানার বিভিন্ন আধিকারিক কেন্দ্র ছিলেন স্কুলের প্রধান শিক্ষক জলধর মহাপাত্র তিনি বলেন" আগামী সুস্থ  নাগরিক  গঠনের লক্ষ্যেই আবারও  বিভিন্ন  সমাজ সচেতনতামূলক  কর্মশালা অনুষ্ঠিত  করব।"হলদিয়া ভবানীপুর থানার উদ্যোগে এই কর্মশালায় ছাত্রছাত্রীদের মধ্যে দেখা যায় উৎসাহ।

No comments