নাবালিকাকে কিডন্যাপের ঘটনার এক যুবকের ১৪ দিনের জেল হেফাজতনাবালিকাকে কিডন্যাপের ঘটনার এক যুবকের ১৪ দিনের জেল হেফাজত হলো । হলদিয়া মহকুমা আদালতের বিচারক এই নির্দেশ দিয়েছেন । সূত্রে জানা গিয়েছে একমাস আগে হলদিয়ার ভবানীপুর থানা এল…
নাবালিকাকে কিডন্যাপের ঘটনার এক যুবকের ১৪ দিনের জেল হেফাজত
নাবালিকাকে কিডন্যাপের ঘটনার এক যুবকের ১৪ দিনের জেল হেফাজত হলো । হলদিয়া মহকুমা আদালতের বিচারক এই নির্দেশ দিয়েছেন । সূত্রে জানা গিয়েছে একমাস আগে হলদিয়ার ভবানীপুর থানা এলাকার চকদ্বীপা গ্রামের এক না বালিকা ছাত্রীকে কিডন্যাপ করে ওই গ্রামের যুবক সুদীপ দাস । শনিবার বিকেলে ভবানীপুর থানার বড়বাড়ি গ্রাম থেকে মেয়েটিকে উদ্ধার করে পুলিশ । গ্রেপ্তার করে ছেলেটিকে । হলদিয়া মহকুমা হলে বিচারক মেয়েটিকে হোমে থাকার নির্দেশ দেন । যুবকটিকে ১৪ দিনের জেলা হেফাজতে থাকার নির্দেশ দিয়েছেন ।
No comments