Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সরকারি নিয়ম মেনে পাখি প্রেমীদের জন্য এই পাখি মেলার আয়োজন

সরকারি নিয়ম মেনে পাখি প্রেমীদের জন্য এই পাখি মেলার আয়োজন রথের মেলায় পাখিদের আনাগোনা । কিচিমিচি, বকবকম বিভিন্ন শব্দে কান ঝালাপালা অবস্থা । উল্টো রথে মহিষাদল আম্রকুঞ্জে পা রাখা মাত্র পাখিদের কলকাকলিতে ভরা এমন এক পরিবেশ দর্শনার্থ…

 




সরকারি নিয়ম মেনে পাখি প্রেমীদের জন্য এই পাখি মেলার আয়োজন

 রথের মেলায় পাখিদের আনাগোনা । কিচিমিচি, বকবকম বিভিন্ন শব্দে কান ঝালাপালা অবস্থা । উল্টো রথে মহিষাদল আম্রকুঞ্জে পা রাখা মাত্র পাখিদের কলকাকলিতে ভরা এমন এক পরিবেশ দর্শনার্থীদের বাড়তি পাওনা বলতেই হয় । বদ্রি, লাভ বার্ড, ককটেল, ফিঞ্চ, ম্যাকপাই বিভিন্ন প্রজাতির পায়রার বিশাল সমাবেশ । খাঁচা বন্দি হলেও তাদের আওয়াজে মন ভরে যায় । সরকারি নিয়ম মেনে পাখি প্রেমীদের জন্য এই পাখি মেলার আয়োজন । মহিষাদল রথের মেলার বিশেষ আকর্ষণ বলতেই হয় । প্রতি বছরের মতো এবারও মেলায় পাখির পসরা নিয়ে হাজির হয়েছেন স্থানীয় দোকানদার অনিল সামন্ত । বিভিন্ন প্রজাতির পাখির পাশাপাশি তার পরসরায় রয়েছে ২৫ রকমের পায়রা । তিনি বলেন,"সরকারি বিধি মেনেই আমাদের এই পাখি ব্যবসা । পাখি প্রেমীদের ইচ্ছে পূরণে বিভিন্ন প্রজাতির পাখি রয়েছে এই মেলায় । মানুষ কিনছেন । ভালো লাগছে পাখি প্রেমীদের পছন্দের পাখি দিতে পেরে ।" নন্দকুমারের সুব্রত দীক্ষিত এমনি নানান পাখি পসরা নিয়ে এই পাখি মেলায় হাজির হয়েছেন । পাখি বিক্রির মাঝে বলে ফেললেন,"পাখিদের সঙ্গে বন্ধুত্ব করার ইচ্ছে অনেকেরই থাকতে পারে । কিন্তু তাকে আদর যত্ন করে বাড়িতে রাখা বড় দায়িত্বের ব্যাপার । তেমন দায়িত্ববানরাই এগিয়ে এসেছেন পাখি কিনতে ।" এমনিভাবে দক্ষিণ ২৪ পরগনা, মেদিনীপুর, হাওড়ার পাশাপাশি তমলুক, পাঁশকুড়া, চন্ডিপুর, সুতাহাটা,হলদিয়ার প্রায় শতাধিক পাখি ব্যবসায়ী উল্টো রথের পাখি মেলায় নানান পাখি নিয়ে হাজির হয়েছেন ‌। বড়োরা অনেকেই পাখি কিনেছেন । ছোটদের আবদার মেটাতে বেড়েছে পাখি কেনার বহর । ক্রেতা দীপ দাস জানিয়েছেন,"মহিষাদল রথের মেলায় পাখি কেনার জন্য সারা বছর মুখিয়ে থাকি । প্রচুর পাখি এখানে আসে । পছন্দের পাখি পাওয়া যায় । এবারও কিনেছি বদ্রি, লাভ বার্ড, পায়রা । এরাই আমার বন্ধু ‌। মন খারাপ হলে ওদের সঙ্গে কথা কই । ওদের কিচিরমিচির আওয়াজে ওদের মন খারাপ, আনন্দ সবকিছু বোঝা যায় ।" মেলায় অপর এক পাখি প্রেমী রুমা দাস অধিকারী বাড়িতে পাখির গুরুত্ব তুলে ধরলেন । তিনি বলেন,"পাখিরা আমার বাড়ির ছেলে মেয়ের মতো । সংসারে বিভিন্ন কাজের পাশাপাশি ওদের আদর আপ্যায়ন করতে হয় । ওদের সঙ্গে থেকে কখন দিন কেটে যায় বোঝাই যায় না । এই সমস্ত পক্ষী সন্তানরা আমার পরিবারের মন ভালো রাখার ওষুধ বলতে পারেন ।" তবে শুধু পাখি নয় । পাখিদের সঙ্গে বিভিন্ন প্রজাতি রঙিন মাছ, খরগোশ, গিনিপিগ, কুকুর ছানা পাখি মেলার বৈচিত্র বাড়িয়েছে । তাদের পোষ্য করতে কেনাকাটার ভিড় ছিল যথেষ্ট । সবমিলিয়ে উল্টো রথের মেলার সঙ্গে জমজমাট হয়ে উঠেছে পাখি মেলা । এই মেলায় আসার জন্য আবার একটি বছরের অপেক্ষায় থাকতে হবে পাখি প্রেমিকদের ।

No comments