জেলা পুলিশের নির্দেশে ভবানীপুর থানা ও ট্রাফিকের উদ্যোগে সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি
ভিডিও দেখতে ক্লিক করুনhttps://youtu.be/jfzz8TNoKgU
রাজ্য সরকারের সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি চলছে। তারই মধ্যে বাস, অটো, টোটো চালকদের দৌরাত্ম বেড়…
জেলা পুলিশের নির্দেশে ভবানীপুর থানা ও ট্রাফিকের উদ্যোগে সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি
ভিডিও দেখতে ক্লিক করুন
https://youtu.be/jfzz8TNoKgU
রাজ্য সরকারের সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি চলছে। তারই মধ্যে বাস, অটো, টোটো চালকদের দৌরাত্ম বেড়েছে। প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা, সকলেই যদি রাজ্য সরকারের এই সেফ ড্রাইভ সেভ লাইফ মেনে চলত। তাহলে দুর্ঘটনা দিন দিন বেড়ে যেত না, শোনা যেতনা স্বজন হারা কান্না।
কিন্তু প্রতিনিয়ত পুলিশ প্রশাসনের উদ্যোগে এই কর্মসূচি পালন হলেও এলাকার মানুষ সচেতন হয়নি। পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের নির্দেশে এবং ভবানীপুর থানা ট্রাফিক এবং পুলিশের সহযোগিতা নিয়ে আজ ২০ জুলাই শনিবার সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি হল জানালেন ভবানীপুর থানার ট্রাফিক ইনচার্জ বঙ্কিম প্রধান।
ভবানীপুর থানা ও ট্রাফিক পুলিশের উদ্যোগে হলদিয়ার প্রবেশদ্বার ব্রজলালচক হাই রোড মোড় থেকে শুরু হয় রেলি। হলদিয়া বিডিও অফিস এবং চৈতন্যপুর রোডে এই রেলি পরিক্রমা করে। পথচারীদের বার্তা দিলেন " সাবধানে গাড়ি চালান, জীবন বাঁচান " সিভিক ভলেন্টিয়ার্স , গ্রীন পুলিশ, দুর্গাচক থানার ট্রাফিক অফিসার তাপস কুমার বেরা এবং কর্মসূচিতে উপস্থিত ছিলেন ভবানীপুর থানা বিভিন্ন অফিসার সহ ট্রাফিক ইনচার্জ প্রমুখ।
জনসাধারণের সচেতনতার উদ্দেশ্যে প্রচার করা হয়....
১। হেলমেট ছাড়া মোটর বাইক চালাবেন না এবং চড়বেন না।
২। অতিরিক্ত গতি বেগে গাড়ি চালাবেন না ।
৩। মদ্যপ অবস্থায় গাড়ি চালাবেন না।
৪। মোটরসাইকেলে দুজনের বেশি চড়বেন না।
৫। গাড়ির চালক ও আরোহী অবশ্যই সীট বেল্ট ব্যবহার করুন।
৬। বাস রাস্তার ওপর নিজেদের খুশি মত যেখানে - সেখানে অর্থাৎ যত্র - তত্র মোটরবাইক , মেশিন ভ্যান, টোটো ও অটো দাঁড় করিয়ে রাখবেন না।
৭। জাতীয় সড়কের উপর টোটো নিষিদ্ধ হয়েছে সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী।
৮।টোটো জাতীয় সড়কে না চলে রাজ্য সড়কে চালান।
No comments