Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

হলদিয়া নিউ কলোনি এলাকা থেকে যুবক নিখোঁজ

হলদিয়া নিউ কলোনি এলাকা থেকে যুবক নিখোঁজ
হলদিয়া শিল্প তালুক এলাকায় স্কুল ছাত্র ছাত্রী পর এবার নিখোঁজ হয়ে যাচ্ছে যুবক দিশেহারা হয়ে যাচ্ছে এলাকার মানুষ। আতঙ্কিত হচ্ছে এলাকার মানুষ। গত ১৬ই জুলাই বিষ্ণু রামচক এলাকা যুবক নিখোঁজ হয়…

 



হলদিয়া নিউ কলোনি এলাকা থেকে যুবক নিখোঁজ


হলদিয়া শিল্প তালুক এলাকায় স্কুল ছাত্র ছাত্রী পর এবার নিখোঁজ হয়ে যাচ্ছে যুবক দিশেহারা হয়ে যাচ্ছে এলাকার মানুষ। আতঙ্কিত হচ্ছে এলাকার মানুষ। গত ১৬ই জুলাই বিষ্ণু রামচক এলাকা যুবক নিখোঁজ হয়ে গিয়েছিল। তার বিকৃত মরদেহ পাঁশকুড়া স্টেশন সংলগ্ন এলাকা থেকে উদ্ধার করেছিল পুলিশ তার বাড়ির লোকেরা গিয়ে সনাক্ত করেছে।

ফের  হলদিয়া  শিল্প তালুক শ্রমিক নিখোঁজ হয়ে গেল সন্ধ্যের সময় ।  সূত্রে জানা যায় ১৯ শে জুলাই সন্ধ্যা ছটার সময় যুবকটি একটি দোকানে কাজ করতো সেই দোকান থেকে বেরিয়ে আসে তারপর থেকে তাকে আর খুঁজে পাওয়া যায়নি গভীর রাত পর্যন্ত তার মোবাইলে কল করলে মোবাইল রিং হয় কিন্তু মোবাইল ধরল না। আজ ২০ জুলাই সকাল থেকে চারিদিকে খোঁজ খবর শুরু হয়েছে সেই মোবাইলের রিং করলে মোবাইল নাম্বারটি ফরওয়ার্ডিং অন্য নাম্বারে করা হয়েছে বলে জানা যায় এবং অন্য লোক ফোন তুলছে আবার কোন সময় ফোন তুলছে না হলদিয়া দুর্গাচক থানায় তার পরিবারের লোকেরা গিয়েছিলেন পুলিশ বলেছেন ২৪ ঘন্টা না হলে অভিযোগ নেওয়া যাবে না দিশেহারা পরিবার।  হলদিয়া দুর্গাচক থানার অন্তর্গত হলদিয়া নিউ কলোনি এলাকার বাসিন্দা অরিন্দম মাইতি বাবার নাম যুগল মাইতি বয়স ২৮ বর্তমানে একটি ছয় মাসের পুত্র সন্তান রয়েছে। গত তিন বছর আগে কুমারচক এলাকায় ভালোবাসা করে বিয়ে করেছিল অরিন্দম বর্তমানে স্ত্রী, পুত্র সন্তান বাবা-মাকে নিয়ে বসবাস করতেন । অরিন্দম ‌ ইসিএল কারখানা শ্রমিক ছিলেন ।অবসর টাইমে দুর্গাচক  মোবাইল দোকানে  কাজ করতো  অরিন্দম। তার সাথে মা এবং তার স্ত্রী ভিডিও কলে শেষ কথা বলেছে  প্রায় সন্ধ্যা ছটার সময়। সে বাড়িতে যাচ্ছে বলে ফোন করে জানিয়েছিলেন। তারপর আর কোন ফোন নেই দীর্ঘ সময় বাড়িতে না আসার জন্য বারে বারে তার ফোনে কল করা হলে রিং হয়ে যায় কিন্তু ফোন তুলে নি অবশেষে দোকানদারকে ফোন করলে সে জানিয়ে দেয় সে দোকান বন্ধ করে বাড়ি চলে এসেছে। সে সন্ধ্যা ছটা নাগাদ দোকান থেকে বেরিয়ে গেছে।

সন্ধ্যে ছটার সময় থেকে নিখোঁজ দুর্গাচক থানার  দুর্গাচক কলোনির বাসিন্দা অরিন্দম তার পরিবার আত্মীয় পরিজন সকলের উৎকণ্ঠার মধ্যে রয়েছে। গত কয়েকদিন আগেই দুর্গাচক কলোনী এলাকার হলদিয়া হাই স্কুলের সপ্তম শ্রেণীর ছাত্রী নিখোঁজ হয়েছিল। তার খোঁজ এখনো পাওয়া যায়নি। পুনরায় দুর্গাচক নিউ কলোনি এলাকা থেকে যুবকের নিখোঁজ হয়ে যাওয়া সকলের কপালে চিন্তার ভাঁজ পড়েছে। স্কুলের ছাত্র ছাত্রী এবং যুবক নিখোঁজ হওয়ায় শিল্প তালুক হলদিয়া এলাকার মানুষ আতঙ্কিত রয়েছে।

কোন সহৃদয় ব্যাক্তি দেখতে পান তাহলে স্থানীয় দুর্গাচক থানা অথবা ৯৭৩৫৭৯১৬২০ নাম্বারে ফোন করার জন্য পরিবারের তরফ থেকে অনুরোধ করলেন।

No comments