২৪ ঘন্টার মধ্যেই দুর্গাচক নিউ কলোনির যুবক উদ্ধার গত ১৯ শে জুলাই সন্ধ্যা ছটা থেকে বেরিয়ে গিয়েছিল একটি দোকান থেকে বাড়ি আসার নাম করেই। তারপর থেকে তার মোবাইলের রিং হলেও তার কোন খোঁজ খবর পাওয়া যাচ্ছিল না। সেই নিয়ে পরিবারের লোকেরা…
২৪ ঘন্টার মধ্যেই দুর্গাচক নিউ কলোনির যুবক উদ্ধার গত ১৯ শে জুলাই সন্ধ্যা ছটা থেকে বেরিয়ে গিয়েছিল একটি দোকান থেকে বাড়ি আসার নাম করেই। তারপর থেকে তার মোবাইলের রিং হলেও তার কোন খোঁজ খবর পাওয়া যাচ্ছিল না। সেই নিয়ে পরিবারের লোকেরা আজ সকালে দুর্গাচক থানায় গেলে দুর্গাচক থানার পুলিশ ২৪ ঘন্টার পরে অভিযোগ নেবে বলে বলেছিলেন তার পরিবারের সূত্রে জানা গিয়েছিল। সোশ্যাল মিডিয়ায় খবর প্রকাশ হতেই জানাযায় ছেলেটিকে ভবানীপুর থানায় আটক করে রাখা হয়েছে। ২৪ ঘন্টা কাটতে কাটতেই সেই যুবককে উদ্ধার হয়েছে বলে সূত্রে জানা যায়। ভবানীপুর থানার পুলিশ ইনচার্জ ইমরান মোল্লা জানান ভবানীপুর থানা এলাকায় নিবেদিতা কলোনি সিটি সেন্টার এলাকায় একটি ছেলে ঘোরাঘুরি করে ইতস্তত ভাবে পুলিশের নজরে আসতেই ছেলেটিকে আটক করা হয় এবং থানাতে রাখা হয়েছিল আজকের সমস্ত খবর পাওয়ার পর তার বাড়ির লোককে ডাকা হয় এবং তার পরিবারের হাতে ছেলেটিকে তুলে দেওয়া হয়েছে।
মানুষের প্রশ্ন দুর্গাচক সুপারমার্কেট থেকে সেখানে না গিয়ে কেনই বা এসেছিল সিটি সেন্টারে? কেন ইতস্তত ভাবে ঘুরছিল ছেলেটি? কাল রাতে বহুবার ফোন করা হয়েছিল ফোনে রিং হয়েছিল কেনই বা ফোন তুলল না? একাধিক প্রশ্ন দেখা দিয়েছে। গত এক মাসের মধ্যে ছাত্রছাত্রী এবং যুবক নিখোঁজ হয়েছিল সেই নিয়ে হলদিয়া শিল্প এলাকার মানুষ আতঙ্কে রয়েছে। তবে স্বস্তি পেল এই যুবকটি উদ্ধার হওয়াতে।
No comments