Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

তমলুকে শান্তি সংঘের অরণ্য সপ্তাহ পালন

তমলুকে শান্তি সংঘের অরণ্য সপ্তাহ পালনঅরণ্য সপ্তাহ উদযাপন করলো তমলুকের  উত্তরচড়া শংকরআড়া শান্তি সংঘের সদস্যবৃন্দ । বারুনি মেলার মাঠ প্রাঙ্গনে বৃক্ষরোপণ ও ফুল ফলের চারা গাছ বিতরণের কর্মসূচি গ্রহণ করা হয় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলে…

 




তমলুকে শান্তি সংঘের অরণ্য সপ্তাহ পালন

অরণ্য সপ্তাহ উদযাপন করলো তমলুকের  উত্তরচড়া শংকরআড়া শান্তি সংঘের সদস্যবৃন্দ । বারুনি মেলার মাঠ প্রাঙ্গনে বৃক্ষরোপণ ও ফুল ফলের চারা গাছ বিতরণের কর্মসূচি গ্রহণ করা হয় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তাম্রলিপ্ত পৌরসভার চেয়ারম্যান ডঃ দীপেন্দ্র নারায়ন রায় , বৃক্ষপ্রেমী দিলীপ কুমার পাত্র, কাউন্সিলর বৈদ্যনাথ সিনহা, অপূর্ব কুমার মিশ্র, প্রশান্ত দাস ,কবি মিশ্র প্রমূখ। বৃক্ষপ্রেমী দিলীপ কুমার পাত্র বলেন আমাদের চারাগাছগুলোকে সযত্নে রক্ষণাবেক্ষণ করতে হবে এবং বড় করে তুলতে হবে। দীপেন্দ্রনাথ রায় বলেন বর্তমান যেভাবে দূষণ বাড়ছে সবুজায়ন খুবই জরুরী। এই বৃক্ষরোপণকে কেন্দ্র করে স্থানীয় মানুষের মধ্যে দারুন সাড়া পড়ে যায়।

No comments