Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ভোট পর্বশেষ হতেই শুরু হলো সরকারিভাবে রদবদল?

লোকসভা নির্বাচন ভোট পর্বশেষ হতেই শুরু হলো সরকারিভাবে রদবদল?
অষ্টাদশ লোকসভা নির্বাচনের গত বৃহস্পতিবার নির্বাচনী আদর্শ আচরণ বিধি তুলে নিয়েছেন নির্বাচন কমিশন। আর ৯ ই জুন রবিবারেই পূর্ব মেদিনীপুর জেলা শাসককে বদল করে দিল নবান্ন। ঘটনাচ…

 




লোকসভা নির্বাচন ভোট পর্বশেষ হতেই শুরু হলো সরকারিভাবে রদবদল?


অষ্টাদশ লোকসভা নির্বাচনের গত বৃহস্পতিবার নির্বাচনী আদর্শ আচরণ বিধি তুলে নিয়েছেন নির্বাচন কমিশন। আর ৯ ই জুন রবিবারেই পূর্ব মেদিনীপুর জেলা শাসককে বদল করে দিল নবান্ন। ঘটনাচক্রে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জেলা পূর্ব মেদিনীপুরের দুটি আসনে পরাজিত হয়েছে তৃণমূলের প্রার্থীরা। কালীঘাটে বৈঠক শেষে শনিবার কাঁথি ও তমলুকের হারের জন্য নির্বাচন কমিশনকে কাঠগড়ায় তুলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওই আসন গুলিতে জেলাশাসক পুলিশ সুপার ও আই সি দের সরিয়ে দিয়ে ষড়যন্ত্র হারানো হয়েছে বলে অভিযোগ করেন তিনি । রবিবার বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দেওয়া হয়েছে পূর্ব মেদিনীপুর জেলা শাসক জয়শ্রী দাস গুপ্তকে সরিয়ে দিল নবান্ন। সরিয়ে দেওয়া হল পূর্ব মেদিনীপুর জেলাশাসককে। নবান্ন তরফ থেকে গত ৮ ই জুন এক বিজ্ঞপ্তি জারি করে পূর্ব মেদিনীপুর জেলাশাসক জয়শ্রী দাশগুপ্ত কে সরিয়ে দেওয়া নির্দেশ  এল। জয়শ্রী দাসগুপ্তকে সরিয়ে দেওয়া হল । কিন্তু কে আসছে ঐ জায়গায় এখনো জানা যায়নি। বিশেষ সূত্রে  জানাযায় , নতুন কাউকে পূর্ব মেদিনীপুর জেলা শাসক পদে নিয়োগ করা হয়নি। পূর্ব মেদিনীপুর জেলা শাসক কে হচ্ছেন এখনো অধারা? তবে জেলাশাসক জয়শ্রী দাস গুপ্তকে পাঠানো হলো ও এসডি কর্মী বর্গ দপ্তরে। পূর্ব মেদিনীপুর জেলা শাসক কে কবে যোগদান করবে নাম জানা যাবে সে নিও এখন ধন্দে জেলার মানুষ।

No comments