Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

প্রয়াত মিডিয়া ব্যারন রামোজি রাও

প্রয়াত মিডিয়া ব্যারন রামোজি রাও প্রয়াত ভারতের মিডিয়া ব্যারন রামোজি রাও। উচ্চ রক্তচাপ এবং শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে ৫ জুন তাঁকে হায়দারাবাদের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। শনিবার কাকভোরে সেখানেই চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস…

 



প্রয়াত মিডিয়া ব্যারন রামোজি রাও

 প্রয়াত ভারতের মিডিয়া ব্যারন রামোজি রাও। উচ্চ রক্তচাপ এবং শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে ৫ জুন তাঁকে হায়দারাবাদের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। শনিবার কাকভোরে সেখানেই চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন রামোজি ফিল্ম সিটির প্রতিষ্ঠাতা। বয়স হয়েছিল ৮৭ বছর। এদিন রামোজি ফিল্ম সিটির বাসভবনে নিয়ে আসা হয় রাওয়ের দেহ। সেখানেই ই-টিভি নেটওয়ার্কের প্রধানকে শেষ শ্রদ্ধা জানান রাজনৈতিক ব্যক্তিত্ব থেকে শুরু করে চলচ্চিত্র জগতের সেলিব্রিটিরা। ১৯৩৬ সালে জন্মগ্রহণ করেন ভারতের এই প্রথম সারির ব্যবসায়ী। চেরুকুরি রামোজি রাও নামেও পরিচিত ছিলেন তিনি। রাও নির্মিত রমোজি ফিল্ম সিটি বিশ্বের বৃহত্তম ফিল্ম সেট। সর্ববৃহৎ তেলুগু সংবাদপত্র এনাড়ুর প্রধান ছিলেন তিনি। টেলিভিশন জগতের প্রাণপুরুষ ছিলেন তিনি। তাঁর প্রতিষ্ঠিত ই-টিভি নেটওয়ার্ক টেলিভিশন জগতে নতুন দিশা দেখিয়েছিল। ই-টিভি বাংলায় খবর সহ একাধিক জনপ্রিয় অনুষ্ঠান এখনও দর্শকের মনে গেঁথে রয়েছে। বস্তুত, তাঁকে ভারতের টেলিভিশন জার্নালিজমের দিশারী বলাই যায়। ৮০-র দশকে টিডিপির উত্থানের পিছনে এই সংবাদপত্রের অবদান অনস্বীকার্য। এছাড়াও উষাকিরণ মুভিজ নামক একটি প্রযোজনা সংস্থাও তৈরি করেছিলেন রাও। কমপক্ষে ৫০টি সিনেমা এবং টেলিফিল্ম প্রযোজনা করেছেন তিনি। সাংবাদিকতা, শিক্ষা এবং সাহিত্যে অবদানের জন্য ২০১৬ সালে রাওকে পদ্মভূষণে ভূষিত করে ভারত সরকার। 

রাওয়ের প্রয়াণে শোকপ্রকাশ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রমুখ। এক্স হ্যান্ডলে রাষ্ট্রপতি লেখেন, ‘এক কিংবদন্তীকে হারাল সংবাদমাধ্যম এবং বিনোদন জগত। সিনেমা জগতে তাঁর অবদান অবিস্মরণীয়। ওঁর পরিবার এবং শুভাকাঙ্ক্ষীদের সমবেদনা জানাই।’ শোকজ্ঞাপন করে মোদি লেখেন, ‘শ্রী রামোজি রাওয়ের মৃত্যুতে শোকস্তব্ধ। নিজের দূরদর্শিতা দিয়ে ভারতীয় মিডিয়ায় বিপ্লব ঘটিয়েছিলেন তিনি। সাংবাদিকতা এবং চলচ্চিত্র জগতে তাঁর অবদান অনস্বীকার্য। এই কঠিন সময় পরিবার, বন্ধু এবং ভক্তদের সমবেদনা জানাই। ওঁ শান্তি।’ শোকবার্তায় মমতা লেখেন, ‘রামোজি রাওয়ের মৃত্যুতে শোকাহত। ওঁর পরিবার, বন্ধুবান্ধব এবং অগনিত অনুগামীদের সমবেদনা জানাই।’

শনিবার হায়দরাবাদে প্রয়াত রামোজি রাওকে শ্রদ্ধা জানাতে ভিড়।

No comments