Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

জন শিক্ষন সংস্থান - হলদিয়া ও বরদা নিউ তরুণ সংঘের যৌথ উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন

জন শিক্ষন সংস্থান - হলদিয়া ও বরদা নিউ তরুণ সংঘের যৌথ উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন
আজ জন শিক্ষন সংস্থান - হলদিয়া ও বরদা নিউ তরুণ সংঘের যৌথ উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন করা হয়। মানব সচেতনতা কে সামনে রেখে মুলত জন শিক্ষন সং…

 



জন শিক্ষন সংস্থান - হলদিয়া ও বরদা নিউ তরুণ সংঘের যৌথ উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন


আজ জন শিক্ষন সংস্থান - হলদিয়া ও বরদা নিউ তরুণ সংঘের যৌথ উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন করা হয়। মানব সচেতনতা কে সামনে রেখে মুলত জন শিক্ষন সংস্থান হলদিয়া এই দিবসটি পালন করার উদ্যোগ গ্রহণ করে। অনুষ্ঠানের উদ্বোধন করেন জন শিক্ষন সংস্থান হলদিয়ার অধিকর্তা শ্রী সুকান্ত বন্দ্যোপাধ্যায়। উদ্বোধন ভাষনে তিনি উপস্থিত সকলকে পরিবেশ সম্পর্কে ভীষণভাবে সচেতন হওয়ার আবেদন জানান। মানুষ যদি এখনও এ সম্পর্কে জেগে ঘুমোয় তাহলে মানবসভ্যতা খুব তাড়াতাড়ি ভয়ঙ্কর বিপদের সম্মুখীন হবে। এ বিশ্বকে শিশুর বাসযোগ্য করে তোলার অঙ্গীকার  সবাই কে নিতে হবে। অধিকর্তা মহাশয়ের সুচিন্তিত ভাষন উপস্থিত শ্রোতাদের কাছে যথেষ্ট গ্রহণযোগ্য হয়ে ওঠে। সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন চৈতন্যপুর অঞ্চলের প্রধান মাননীয় সোমনাথ মান্না, রামপুর বিবেকানন্দ মিশনের মহারাজ, স্হানীয় পঞ্চায়েত সদস্য বিশিষ্ট সমাজসেবী ও পরিবেশবিদ অধ্যাপক প্রভাস কুমার সামন্ত ও বিশিষ্ট শিক্ষক মদন সাহু। অনুষ্ঠানে প্রায় ১০০ জন প্রতিবেশীর হাতে জন শিক্ষন সংস্থানের পক্ষ থেকে চারা গাছ তুলে দেওয়া হয়। ১৫০ জন গ্রামবাসীকে নিয়ে গোটা গ্রাম ব্যানার ও ফেস্টুন নিয়ে প্রদক্ষিণ করার হয়। অনুষ্ঠানের শেষে বিশিষ্টজনেরা চারাগাছ রোপণ করেন। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন জন শিক্ষন সংস্থানের পক্ষে শান্তনু রায় এবং বরদা নিউ তরুণ সংঘের পক্ষে বিভূতি সাহু। বিপুল উৎসাহের সঙ্গে অনুষ্ঠানটির পরিসমাপ্তি ঘটে।

No comments