বাবা তুমি আছো আমার ছায়া সঙ্গী হয়ে
বাবা তুমি মস্ত আকাশ আমার ছায়াবাড়ি,বাবা তুমি সবটুকু সুখ দিয়েছমায়ের আলতা শাড়ি। বাবা তুমি শান্ত নদী গোপন ঘরে কাঁদো,তোমার চোখের কান্নাটুকু কেউ দেখেনি আজও। বাবা তুমি বটবৃক্ষ, তোমার ছায়া তলে বহ…
বাবা তুমি আছো আমার ছায়া সঙ্গী হয়ে
বাবা তুমি মস্ত আকাশ
আমার ছায়াবাড়ি,
বাবা তুমি সবটুকু সুখ দিয়েছ
মায়ের আলতা শাড়ি।
বাবা তুমি শান্ত নদী
গোপন ঘরে কাঁদো,
তোমার চোখের কান্নাটুকু
কেউ দেখেনি আজও।
বাবা তুমি বটবৃক্ষ, তোমার ছায়া তলে
বহু মানুষ আশ্রয়ে ছিল তোমার চরণ তলে।
বাবা তুমি আমায় ছেড়ে চলে গেছো বহুদূরে, এখনো আমি অনুভব করি তুমি আছো আমার ছায়ার সঙ্গী হয়ে ।।
বাবা তুমি কষ্ট বুকে
হাসতে পারো রোজই,
ভেজা চোখে আজও বাবা
তোমার ছায়া খুঁজি।।
No comments